খুলনা, বাংলাদেশ | ২৩ পৌষ, ১৪৩১ | ৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ২৪৫৯

গেজেট ডেস্ক

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ২ হাজার ৪৫৯ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ২ লাখ ৪ হাজার ৫২৫। গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২ হাজার ৬১৮ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ১ লাখ ১১ হাজার ৫৪২ জন।

রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১৫ জন চট্টগ্রামের ৮ জন, সিলেটের ২ জন, খুলনার ৭ জন, রাজশাহীর ৩ জন, রংপুরের ১ জন এবং ময়মনসিংহের বিভাগের ১ জন।

ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৮০টি ল্যাবে বর্তমানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় মোট ১০ হাজার ৯৩৫ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ১০ হাজার ৬২৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ লাখ ২৮ হাজার ২৯৯ টি।

নমুনা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ১৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!