খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  মার্কিন শ্রম প্রতিনিধি দল ঢাকা আসছে আজ

দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২০২৪

গেজেট ডেস্ক

কোভিড-১৯ মহামারীতে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন আরও ২০২৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৬৫৭ জনে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৭৬ হাজার ৫৪৯।রোববার করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩১৫ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন। সারাদেশে সরকারি ও বেসকারি ব্যবস্থাপনায় ৮৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৯ হাজার ৬৩৬টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ১৮টি।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ৭ জন। এই সময়ে শনাক্তের হার ২০ দশমিক ২০ ভাগ। মোট শনাক্তের হার ২০ দশমিক ২৪ ভাগ। দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এর ১০ দিন পর দেশে প্রথম মৃত্যু হয় কোভিড-১৯ এ।গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে করোনা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। এই ভাইরাস বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!