খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান
  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত

দেশের ৮ জেলায় সড়কে ঝড়লো ১৬ প্রাণ

গেজেট ডেস্ক

দেশের ৮ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়াও এসব ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে থেকে বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে।

ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ল্যাংড়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লুৎফর রহমান (৩০) তার স্ত্রী শাহনাজ (২৫) এবং শিশু সন্তান মাহিত (২)। ঘটনাস্থলে মাহিত এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাকি দুইজন মারা যান। এ ঘটনায় আহত মোজাহিদকে (৬) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় এলাকার বাসিন্দা। ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এছাড়াও ত্রিশালের বালিপাড়ায় এবং তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় আরও ৪ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে।

কুড়িগ্রাম: কুড়িগ্রামে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহসড়কের আন্ধারিঝাড় ইউনিয়নের সড়ককাটা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুর রহিম (২৮) এবং আহতের নাম আব্দুর রহমান (৩২)। তারা সম্পর্কে আপন ভাই। নিহতরা জেলার ফুলবাড়ি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সুজনেরকুটি গ্রামের মৃত মনছার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে মোটরসাইকেলে করে আসছিলো দুই ভাই। তারা সড়ককাটা নামক স্থানে পৌঁছালে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলে থাকা দুই ভাই আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন। তিনি জানান, এ বিষয়ে কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে পিকআপভ্যান ও সিএনজির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে মধুপুর উপজেলার গোলাবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ছাহেরা (৩৫)। তিনি উপজেলার কাইত কাই গ্রামের মুদি ব্যবসায়ী শাহজাহানের স্ত্রী। আহতের নাম সোয়াইব (৬)। তারা সম্পর্কে মা-ছেলে।

এ ব্যাপ্যারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ঘটনা ঘটার পরপরই পুলিশ ঘটনাস্থলে যান। সেখান থেকে পিকআপটি ভ্যানটি আটক করে থানায় নিয়ে আসে। এখনও লিখিত কোন অভিযোগ পাইনি। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

এছাড়াও চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। মুন্সিগঞ্জ, বগুড়া, দিনাজপুর ও গাইবান্ধায়ও ৪ জন নিহত হয়েছেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!