খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রীতি ম্যাচ : মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ, সিরিজ শেষ হলো ১-১ সামতায়
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

দেশের ৫ জেলায় গণমিছিলে সংঘর্ষ, নিহত ২

গেজেট ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিলকে কেন্দ্র করে গতকাল শুক্রবার রাজধানীর উত্তরার পাশাপাশি ঢাকার বাইরে অন্তত পাঁচ জেলায় সংঘর্ষ, ভাঙচুর, সংঘাত ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছেন একজন শ্রমিক। খুলনায় পিটুনিতে পুলিশের একজন সদস্য নিহত হয়েছেন।

রাজধানীর উত্তরায় গণমিছিল কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি সংঘর্ষ হয়েছে। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের কারও কারও হাতে ধারালো অস্ত্র দেখা গেছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে সিলেট ও খুলনায়। লক্ষ্মীপুরে বিক্ষোভকারীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় এক যুবককে অস্ত্র হাতে বিক্ষোভকারীদের ধাওয়া দিতে দেখা গেছে। নরসিংদীতে আওয়ামী লীগ–ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৭০ জন।

এর আগে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত সংঘর্ষ-সংঘাতের ঘটনায় নিহত হয়েছেন ২১৩ জন। গতকাল আরও দুজন নিহত হলেন। এ নিয়ে মোট মৃত্যু হলো ২১৫ জনের।

গত বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ে শুক্রবার ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি পালন করা হবে। গতকাল অন্তত ২৮ জেলায় এই কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।

হবিগঞ্জে সংঘর্ষে এক শ্রমিক নিহত

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর গণমিছিলে অংশ নিতে হবিগঞ্জে শহরের কোর্ট মসজিদের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। তাঁরা সেখানে আধা ঘণ্টা সড়ক অবরোধ করেন। টাউন হল পৌর মিলনায়তনের সামনে অবস্থান নেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। একপর্যায়ে জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহম্মেদ ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের নেতৃত্বে নেতা-কর্মীরা শিক্ষার্থীদের বিক্ষোভে যোগ দিয়ে সংহতি জানান।

পরে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা তিনকোনা পুকুরপাড় এলাকার দিকে যেতে থাকেন। তখন ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও বিক্ষোভকারীরা পাল্টাপাল্টি স্লোগান দেন। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা পিছু হটেন। তখন বিক্ষোভকারীদের একটি অংশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেন। আরেকটি অংশ সংসদ সদস্য আবু জাহিরের বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বাসার সামনে থাকা চার-পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থলের দিকে পুলিশ এগিয়ে এলে তিনকোনা পুকুরপাড় এলাকায় অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। প্রায় আড়াই ঘণ্টা পর সন্ধ্যা ছয়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষের মধ্যে পড়ে মোস্তাক মিয়া (২৪) নামের একজন নিহত হন। মোস্তাকের সঙ্গে কাজ করেন মারুফ হোসেন। তিনি  বলেন, মোস্তাক এখানে জুতা কিনতে এসেছিলেন। এসে সংঘর্ষের মধ্যে পড়ে যান। গুলিতে তাঁর মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক মঈন উদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, মোস্তাকের হাতে আঘাত ছিল। সেটা গুলি কি না, পরে জানানো যাবে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

সংঘর্ষের ঘটনায় জেলা হাসপাতালে অন্তত ৫০ জন চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

জেলা প্রশাসক মোসা. জিলুফা সুলতানা  বলেন, উদ্ভূত পরিস্থিতিতে আজ শনিবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

সিলেটে দফায় দফায় সংঘর্ষ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আশপাশের এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিক, পথচারীসহ অন্তত আড়াই শ জন আহত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের হামলায় সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হসপিটালের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এ পরিস্থিতিতে বিক্ষোভকারীরা বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়েন। পরে তাঁরা একাধিকবার আঞ্চলিক মহাসড়কে ওঠার চেষ্টা করেন। তখন আবার তাঁদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় বিক্ষোভকারীরাও দফায় দফায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী তেমুখী, সুরমা আবাসিক এলাকা, তপোবন, আখালিয়া, মদিনা মার্কেট, পাঠানটুলা ও বাগবাড়ি বর্ণমালা পয়েন্ট এলাকায় পুলিশের সঙ্গে থেমে থেমে ছাত্র-জনতার এ সংঘর্ষ হয়। রাত সাড়ে আটটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করলে পুলিশ তাঁদের যেতে বলে। তবে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে। এ ঘটনায় ১২ জনকে পুলিশ আটক করেছে।

লক্ষ্মীপুরে অস্ত্র হাতে ধাওয়া

জুমার নামাজ শেষে লক্ষ্মীপুর জেলা শহরের চক মসজিদ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিল বের হওয়ার কথা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীসহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মসজিদের সামনে থেকে মিছিল বের করেন। এ সময় তাঁরা কর্মসূচিতে আসা শিক্ষার্থীদের ধাওয়া দেন। পরে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে তমিজ মার্কেট এলাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসার ভেতরে অবস্থান নেন।

এদিকে বিক্ষোভকারীরা বাজার ব্রিজ থেকে মিছিল বের করেন। উপজেলা চেয়ারম্যানের বাসার সামনে মিছিল থেকে ক্ষমতাসীন দলের নেতা–কর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় পুলিশের বাধা ভেঙে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভকারীদের ধাওয়া করেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। তাঁরা বিক্ষোভকারীদের ওপর ইটপাটকেলও ছোড়েন। এর মধ্যে ৭-৮ জন বিক্ষোভকারীকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করা হয়। সংঘর্ষে উভয়ের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষের পর একটি ভিডিওতে দেখা যায়, অস্ত্র হাতে সুমন নামের এক যুবক শিক্ষার্থীদের ধাওয়া করছেন। তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাউদ্দিন ওরফে টিপুর গাড়িচালক।

জানতে চাইলে এ কে এম সালাউদ্দিন বলেন, ‘অস্ত্রটি আমার লাইসেন্স করা। সংঘর্ষের পর গাড়িচালককে দিয়ে অস্ত্রটি বাসায় পাঠিয়েছি। এ সময় কেউ একজন ছবিটি তুলেছেন। সংঘর্ষের জন্য অস্ত্রটি ব্যবহারের অভিযোগ সঠিক নয়।’

অস্ত্র হাতে যুবকের ছবিটি দেখেছেন বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মজুমদার ফারুক। তিনি বলেন, পুলিশ তাঁকে চিহ্নিত করার চেষ্টা করছে।

নরসিংদীতে বিক্ষোভকারীদের ওপর হামলা

নরসিংদীতে দুপুর থেকে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্রাহ্মণদী এলাকায় জড়ো হন। বেলা আড়াইটার দিকে গণমিছিল নিয়ে তাঁরা উপজেলা মোড়ের প্রেসক্লাব অভিমুখে রওনা হন। মিছিলটি উপজেলা মোড়ে পৌঁছালে পুলিশ সদস্যরা বাধা দেন। তখন বিক্ষোভকারীরা সেখানে দাঁড়িয়ে ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক এস এম কাইয়ুম দলীয় নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে তাঁদের বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়লে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা লাঠিসোঁটা হাতে বিক্ষোভকারীদের ওপর হামলা চালান। এতে অন্তত ১০ জন আহত হন।

জানতে চাইলে এস এম কাইয়ুম বলেন, ‘আমাদের কোনো কথাই তাঁরা (বিক্ষোভকারীরা) শুনছিলেন না। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেওয়া হয়। যাঁরা আহত হয়েছেন, দাঁড়িয়ে থেকে তাঁদের চিকিৎসার ব্যবস্থাও করেছি।’

বিক্ষোভে অংশ নিয়েছিলেন নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন ও নরসিংদী আদালতের আইনজীবী শিরিন সুলতানা। নাদিরা ইয়াসমিন বলেন, ‘পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ-যুবলীগ হামলা চালিয়েছে। এভাবে বাধা দিয়ে কত দিন রাখতে পারবেন তাঁরা?’

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!