দেশের মাটিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর আয়োজন নিয়ে শঙ্কা দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এমনকি দেশের বাইরেও এই ফ্র্যাঞ্চাইজি আসরটি আয়োজন চ্যালেঞ্জিং। শনিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিসিবির এক অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। করোনার প্রকোপের কারণে আইপিএলও ভারতের মাটিতে হচ্ছে না। সেই হিসেবে বিপিএলে কত জন বিদেশি খেলোয়াড় খেলতে আসবে সেটা নিয়েও নিশ্চয়তা নেই।
এ প্রসঙ্গে পাপন বলেন, ‘এটা খুবই কঠিন। বাংলাদেশে? আমার মনে হয় না! দেখুন, আইপিএলের মত খেলা ওরা ভারতে করতে পারছে না। ওরা বাইরে করবে, কিন্তু সেখানেও অনেক খেলোয়াড় আসতে পারবে না; প্রথম দিকে তো না-ই। কে কে আসতে পারবে নিশ্চয়তা নেই।’
বাংলাদেশে ক্রমেই বাড়ছে করোনার বিস্তার। করোনা নেগেটিভ ক্রিকেটারদের নিয়ে খেলা শুরু করে দেয়ার পরেও অনেকেই করোনা পজেটিভ প্রমাণিত হতে পারেন বলে মনে করেন পাপন। তাই বিপিএল নিয়ে সতর্ক হয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন তিনি।
পাপন বলেন, ‘আজকে আমি নেগেটিভ করে ২০-৩০ টা ছেলেকে নিয়ে শুরু করে দিলাম, কিন্তু খেলতে গিয়ে দেখবেন পজিটিভ হচ্ছে। আমি আজকে নেগেটিভ আছি, কিন্তু কালকে যে পজিটিভ হবো না- এটার নিশ্চয়তা কেউ দিতে পারবে না।’
‘এখন বলা হচ্ছে এয়ারবোন, ভাইরাসটি নাকি বাতাসেও থাকতে পারে। লিফটে, গাড়িতে থাকতে পারে, দরজা দিয়ে ঢুকতে পারে। এটার এত বেশি সম্ভাবনা যে কোনো নিশ্চয়তা নাই যে কারও এখন নেই বলে সামনে হবে না। কাজেই নিশ্চয়তা যেহেতু নেই আমাদের যথেষ্ট সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতে হবে।’
খুলনা গেজেট/এএমআর