খুলনা, বাংলাদেশ | ২ আশ্বিন, ১৪৩১ | ১৭ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৭
  রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২
  ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দেশের উন্নয়নে নারী-পুরুষ উভয়কে অর্থনৈতিক কর্মকান্ডে যুক্ত হতে হবে : কৃষি সচিব

গেজেট ডেস্ক

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার বলেছেন, কৃষি দেশের প্রধান চালিকা শক্তি। দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির গুরুত্ব রয়েছে। দেশের উন্নয়নের জন্য নারী-পুরুষ উভয়কে অর্থনৈতিক কর্মকান্ডে যুক্ত হতে হবে। অন্যের ওপর নির্ভশীল হওয়া যাবে না। দেশের সকল মানুষকে জনসম্পদে পরিণত করতে পারলে ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত রাষ্ট্রে রূপান্তরিত হবে।

তিনি শুক্রবার (১২ জুলাই)  বিকালে খুলনা দিঘলিয়া উপজেলার সুগন্ধী মাধ্যমিক বিদ্যালয়ে পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

সচিব আরও বলেন, স্বাধীনতা পরর্বতী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমার দেশের মানুষ যেন খাওয়ার কষ্ট না পায়। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য উৎপাদনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছেন। বর্তমানে বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। তিনি বলেন, সরকার কৃষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। দেশের কোন মানুষ না খেয়ে থাকে না। কৃষির আরো বিকাশের জন্য কৃষি কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত পালন করতে হবে। সরকারের দেয়া সকল সুযোগ-সুবিধা কৃষকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেন সচিব।

প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ, খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ, পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের ফোকাল পারসন ড. বিজয় কৃষ্ণ বিশ^াস, খুলনা বড় বাজার ব্র্যাক ব্যাংকের ক্লাস্টার ম্যানেজার এস এম আশরাফুল ইসলাম ও দিঘলিয়া উপজেলার কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন। দিঘলিয়া উপজেলা কৃষি অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রশিক্ষণে দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২০ জন কৃষক অংশ নেন। পরে কৃষি সচিব সুগন্ধী মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। -খবর তথ্য বিবরণীর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!