খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীতে ফার্মগেটে বণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে
  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত
  ঝিনাইদহে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু

দেশের উন্নয়নে অর্থনৈতিক শুমারি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: কেসিসি

নিজস্ব প্রতিবেদক

অর্থনৈতিক শুমারি ২০২৪ শীর্ষক প্রকল্পের লিস্টিং কার্যক্রম সংক্রান্ত অবহিতকরণ সভা আজ (রবিবার) দুপুরে কেসিসি’র শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র বলেন, অর্থনৈতিক শুমারির তথ্যাদি সঠিকভাবে প্রয়োগ করা হলে দেশের উন্নয়ন হবে। এক্ষেত্রে স্বস্ব উদ্যোগে এই কার্যক্রম সফল করতে হবে। সঠিক তথ্য সরবরাহ করাও সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। তিনি বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য সঠিক তথ্য সরবরাহ করা বাংলাদেশ পরিসংখ্যান দপ্তরের দায়িত্ব। একটি দেশের উন্নয়নে অর্থনৈতিক শুমারি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক তথ্য না থাকলে অনেক সময়ে কাজ করতে অসুবিধা হতে পারে। সঠিক তথ্য থাকলে দেশের উন্নয়ন করতে সহজতর হয়। সঠিক তথ্য সকলের পাওয়া উচিৎ।

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে কেসিসি’র প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহম্মেদ, এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কেসিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম প্রমুখ বক্তৃতা করেন। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মোঃ আক্তার হোসেন। অবহিতকরণ সভায় কেসিসি’র বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরা অংশ নেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!