খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা
চিকিৎসা সামগ্রী বিতরণ কালে সিটি মেয়র

দেশকে উন্নত বিশ্বে পরিণত করতে হলে স্বাস্থ্য সেবার মান নিশ্চিতের কোন বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক

করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে অক্সিজেন কনসানট্রেটর, মাস্ক, হ্যা- সেনিটাইজার, সাবান সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও করোনা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। সোমবার দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা এ সকল চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।

এসকল চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সামছুল আহসান মাসুম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ও খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল আহাদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সি মো. রেজা সেকেন্দার। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ কামাল, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মীর মো. বরকত আলী।

এসময়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে দাড় করাতে হলে স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করার কোন বিকল্প নেই। বাংলার প্রতিটি মানুষকে স্বাস্থ্য সেবার আওতায় আনার লক্ষ্যে আওয়ামী লীগের এই কার্যক্রম। মানুষের ৫টি মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবন উৎসর্গ করেছেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা বাঙালির দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেয়ার সকল কর্মসূচি বাস্তবায়ন করছেন। এই কর্মসূচিকে সফল করতে দলীয় নেতাকর্মীসহ চিকিৎসকদের বিশেষ ভূমিকা রাখতে হবে।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!