সাতক্ষীরার দেবহাটায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতিকের প্রার্থী মুজিবর রহমান। তিনি পেয়েছেন ২৫ হাজার ৪৬৪ ভোট। তার নিকটতম স্বতন্ত্র আনারস প্রতিকের প্রার্থী রফিকুল ইসলাম পেয়েছেন ১২ হাজার ৯৯৩ ভোট। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতিকের প্রার্থী অজিয়ার রহমান পেয়েছেন ৪০৬ ভোট। উপ-নির্বাচনে রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর বৃহস্পতিবার রাত ৮টায় এ ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, একটি কেন্দ্র বাদে ৩৯টি কেন্দ্রে ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৫টি ইউনিয়নে সর্বমোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ২ হাজার ৬৫৬ জন। যাদের মধ্যে ৫১ হাজার ৬১৭ জন পুরুষ এবং মহিলা ভোটার রয়েছেন ৫১ হাজার ৩৯ জন। ৫টি ইউনিয়নের মোট ৪০টি কেন্দ্রে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে সর্বমোট ২৪৬টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হয়। উপ নির্বাচনে ৩৮ দশমিক ৪৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
এর আগে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে তা বিকাল ৫টায় শেষ হয়। শীত ও ঘন কুয়াশার কারণে শুরু থেকেই ভোটারদের উপস্থিতি ছিল কম। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে ম্যাজিস্ট্রেট, র্যাব-পুলিশ ও বিজিবি’র সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী মহড়া দেয়।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছলিমা আক্তার জানান, উপজেলার ৪০টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে আগে থেকেই সব রকম প্রস্তুতি নেওয়া হয়।
খুলনা গেজেট/এনএম