খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ

করোনায় মারা গেলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি

সাতক্ষীরা প্রতিনিধি

মরণব্যাধী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি (৭০) (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারটার দিকে রাজধানী ঢাকার স্পেশালাইজড হাসপাতালে লাইফ সার্পোটে থেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর আগে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন তার ছেলে আব্দুর রাজ্জাক রনি।

৭১’র মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি দেবহাটা উপজেলা পরিষদের পর পর দুই মেয়াদে নির্বাচিত চেয়ারম্যান। এর আগে তিনি দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেন। তিনি দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়াও দীর্ঘদিন ধরে তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেছেন। আব্দুল গণি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক।

পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন অগে জ্বরসহ করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় নিজ বাড়ীতে কোয়ারেন্টাইনে ছিলেন আব্দুল গণি। পরবর্তীতে তার শারিরীক অবস্থার অবনতি হলে ৩ আগষ্ট সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ওইদিনই করোনা পরীক্ষার জন্য আব্দুল গণি’র নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। নমুনা সংগ্রহের তিনদিন পর বৃহষ্পতিবার রিপোর্টে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকলেও, ক্রমশ শারিরীক অবস্থার অবনতি হতে থাকলে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারটার দিকে মৃত্যুবরণ করেন তিনি।

আব্দুল গণি’র মরদেহ নিয়ে তার পরিবারের সদস্যরা রাজধানী থেকে গ্রামের বাড়ী দেবহাটা উপজেলার চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বাদ মাগরিব জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেছে।

এদিকে আব্দুল গণি’র মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সাতক্ষীরা-৩ আসনের সাংসদ ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/এআইএন/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!