সাতক্ষীরায় ভূমিহীনদের উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে এক মতবিনিময় সভা বুধবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টায় দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খলিশাখালি ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। শেখ মুজিবুর রহমান ভূমিহীন আশ্রয়কেন্দ্র থেকে ভূমিহীনদের উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
খলিশাখালি শেখ মুজিবুর রহমান ভূমিহীন আশ্রয়কেন্দ্র প্রকল্পের অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা আবু তালেব বৈদ্যের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশিষ্ঠ রাজনীতিবিদ ও জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাতক্ষীরা জেলণা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক কমঃ আবুল হোসেন, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, খলিশাখালি শেখ মুজিবুর রহমান ভূমিহীন আশ্রয়কেন্দ্র প্রকল্পের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সদস্য রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, সুনীল চন্দ্র স্বর্ণকার, রফিকুল ইসলাম, হাসানুর রহমান, রবিউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সাতক্ষীরা যুগ্ম জজ দ্বিতীয় আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চন্ডচরণ ঘোষের ফেলে যাওয়া খলিশাখালির ১ হাজার ৩২০ বিঘা জমি ব্যক্তি মালিকানা নেই। ওই জমি সাতক্ষীরা জেলা প্রশাসককে নিয়ন্ত্রণে নিয়ে দেখভাল ও প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আপিল বিভাগের রায় পক্ষে না যাওয়ায় কাজী গোলাম ওয়ারেশ ও ডাঃ নজরুলসহ কথিত জমির মালিকরা সিভিল রিভিউ করেছেন। এখন নিজেদের অবস্থান ঠিক রাখতে আদালতের আদেশ উহ্য রেখে আদালতের সরকারি কৌশুলী অ্যাড. শম্ভুনাথ সিংহকে ম্যানেজ করে তাকে দিয়ে জেলা প্রশাসকের কাছে ভূল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে।
অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই উল্লেখ করে বক্তারা আরো বলেন, প্রশাসন ভূমিহীনদের প্রতিপক্ষ নয়। ভূমিহীনদের বিরুদ্ধে দায়েরকৃত ১৯টি মামলা প্রত্যাহার করতে হবে। আইনের বাইরে যেয়ে ভূমিহীনদের উচ্ছেদ করার যে কোন ষড়যন্ত্র প্রতিহত করা হবে। করোনা পরিস্থিতির পরিবর্তন হলে সচেতন নাগরিকদের নিয়ে ভূমিদস্যুদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।