খুলনা, বাংলাদেশ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত
  প্রতিনিয়ত যুদ্ধের হুমকিতে থেকে প্রস্তুতি না নেয় আত্মঘাতী : প্রধান উপদেষ্টা
  সায়মা ওয়াজেদ পুতুল, জয়, রাদওয়ান মুজিব, আজমিনা ও রেহেনা সিদ্দিকের বারিধারা, খুলনা, গোপালগঞ্জের ৬ কোটি টাকার প্লট-জমি জব্দ ও প্রশাসক নিয়োগের আদেশ
সভাপতি জুয়েল, সম্পাদক নিপু

দেড় যুগ পর দিঘলিয়া সদর ইউ‌নিয়ন বিএনপি’র সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

অবশেষে দেড় যুগ পরে অনুষ্ঠিত হলো খুলনার দিঘলিয়া উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন। বুধবার (৩০ এপ্রিল) বিকালে উপজেলার দিঘলিয়া সদর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু।

সম্মেলনে ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন ভোটারদের গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন জাসেদ কবির জুয়েল সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুল্লাহ আল মামুন নিপু।

সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন, গণতন্ত্র ক্ষুধার্থ ১২ কোটি ভোটার উন্মুখ হয়ে আছেন নির্বাচনের। প্রায় দেড় যুগ ভোটাধিকার বঞ্চিত দেশবাসী একটি অবাধ, সুষ্ঠু গ্রহনযোগ্য নির্বাচনের অধীর আগ্রহে অপেক্ষা করছে। দেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা বিএনপি নেতা-কর্মীদের দায়িত্ব। যখনই গণতন্ত্রের উপর আঘাত এসেছে, তখন বিএনপি গণতন্ত্রের একমাত্র শক্তি হিসেবে দেশের মানুষের পাশে দাড়িয়েছে নির্মোহ ভাবেই। বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা/পৌরসভা সর্বপরি জেলা বিএনপি’র শীর্ষ নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়ার প্রক্রিয়া চলছে। ঠিক একইভাবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেতা-কর্মীদের রাজপথের লড়াই চলমান রাখতে হবে।

সম্মেলনে প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু। সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ডাঃ শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা যুগ্ম-আহবায়ক এডঃ মোমরেজুল ইসলাম, খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, অধ্যাপক মনিরুল হক বাবুল, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা বিএনপি’র সদস্য শরীফ ইকবাল হোসেন, আশরাফুল ইসলাম নূর, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক।

সম্মেলনের দ্বিতীয় পর্বে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে শীর্ষ দু’টি নেতৃত্ব নির্বাচন করেন। মাত্র এক ভোটের ব্যবধানে ২২০ ভোট পেয়ে জাসেদ কবির জুয়েল সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খান মোহাম্মদ ভোট পেয়েছেন ২১৯ ভোট। অন্যদিকে, আব্দুল্লাহ আল মামুন নিপু ২৯৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।প্রতিদ্বন্দ্বী প্রার্থী খান মিজানুর রহমান বাবু পেয়েছেেন ১৪৫ ভোট।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!