সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর মাজাট এলাকায় দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়েছেন স.ম. মাহাবুব এলাহী (৬৫)নামে এক ব্যক্তি। সোমবার (২৯ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। এতে তার শরীরের নিম্নাংশ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে বলে জানা গেছে।
অগ্নিদগ্ধ মাহবুব এলাহীর ছেলে তানজির এলাহী জানান, তার পিতা স.ম. মাহবুব এলাহী নকিপুর তোয়া বাজার রক্ষা কমিটির আহবায়ক। তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক আশেক-ই-এলাহীর ছোটভাই। তার বাড়ি নকিপুর মাজাট এলাকায়। প্রতিদিনের ন্যায় সোমবার ভোরে তিনি ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে পিছন দিক থেকে তার গায়ে পেট্রোল বোমা ছুড়ে মারে। তাকে জ্বলতে দেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে সাতক্ষীরা মেডিকেলে পাঠায়। এখন তিনি সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় শ্যামনগর থানা একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খুুুলনা গেজেট/এএজে