দুর্নীতির জন্য লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের তিন দশকের গভর্নর রিয়াদ সালামেহর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। তিন দেশ আজ বৃহস্পতিবার তাঁর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। রিয়াদ সালামেহ দুর্নীতিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে লেবাননে আইনের শাসন ভূলুণ্ঠিত করতে ভূমিকা রেখেছেন এবং নিজে ও সহযোগীদের সম্পদশালী করেছেন বলে অভিযোগ দেশগুলোর।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সালামেহ তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন। বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে ইউরোপিয়ান রিয়েল এস্টেটে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে তিনি নিজে ও তাঁর সহযোগীদের সম্পদশালী করেছেন। এর মধ্য দিয়ে তিনি লেবাননের আইন লঙ্ঘন করেছেন বলেই ধারণা করা হচ্ছে।’
সাবেক গভর্নরের ভাই রাজা সালামেহ ও তাঁর সাবেক সহকারী মারিয়ানে হোয়ায়েকের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। রিয়াদ সালামেহর এক সন্তানের মা আন্না কোসাকোভার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন ও লন্ডন। এ ছাড়া রিয়াদ সালামেহর ছেলে নাদি সালামেহর ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় রিয়াদ সালামেহ ও তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিক ও ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে তাঁদের লেনদেনে নিষেধাজ্ঞা থাকবে।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, নিষেধাজ্ঞা এই বার্তা দিচ্ছে যে এসব দেশ সেসব দুর্নীতিমূলক কর্মকাণ্ড, যেগুলো লেবাননের অর্থনীতিকে ধসিয়ে দিয়েছে, সেগুলো বরদাশত করবে না।
দুর্নীতির অভিযোগ অস্বীকার করে সালামেহ বলেছেন, তিনি এসব অভিযোগ আইনিভাবে মোকাবিলা করবেন। তাঁর বেশ কিছু সম্পদ আগেই জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
খুলনা গেজেট/এইচ