পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষা মন্ত্রী ও বর্তমানের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করলো ইডি। শনিবার(২৩ জুলাই) সকাল দশটা নাগাদ দক্ষিণ কলকাতার নাকতলার বাড়ি থেকে ইডি তাকে গ্রেপ্তার করে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২৬ ঘন্টা জেরার শেষে এদিন সকালে ইডি তাকে গ্রেপ্তার করে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যায়। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখার্জিকেও পুলিস আটক করে।
পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডির অভিযোগ যে, তিনি দুর্নীতি মামলায় ইডির জেরায় তথ্য গোপন করেছেন। তাই শুক্রবার রাত থেকেই আদালতের নির্দেশ তাঁর গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়। শনিবার সকাল দশটায় তা কার্যকর করা হল।
এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান টাকা। উদ্ধার হয়েছে ২০টি মোবাইল ফোনও। ইডি সূত্রের দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC scam) সঙ্গে যোগ রয়েছে ওই টাকার।
পার্থ চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের মহাসচিব। এদিকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তাদের মেডিকেল করা হবে। এরপর তোলা হবে আদালতে। ইডির তরফ থেকে জানানো হয়েছে আদালতে রিমান্ডে চাওয়া হবে তাদের।
খুলনা গেজেট/ এস আই