নাগরিক ঐক্য নেতৃবৃন্দ বলেছেন, দুর্নীতি ও লুটপাটের কারণে বিদ্যুৎ সেক্টরে আজকে বিপর্যয় দেখা দিয়েছে। ফলশ্রুতিতে জনজীবনে যেমন দুর্ভোগ নেমে এসেছে, তেমনি রপ্তানিতেও নেতিবাচক প্রভাব পড়েছে। খুলনার বেসরকারি পাট শিল্প, হিমায়িত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান, বরফ কল, ডেয়ারি ফার্ম ও পোল্ট্রি ফার্মে অরাজকতার সৃষ্টি হয়েছে। এ অবস্থার দ্রুত অবসান না হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে সংকট বাড়তে থাকবে।
আজ শনিবার সন্ধ্যায় স্যার ইকবাল রোড এলাকার একটি হোটেলে নাগরিক ঐক্য’র সদর থানা শাখা আয়োজিত এক সভায় নেতৃবৃন্দ একথা বলেন।
সদর থানা শাখার আহবায়ক আলী মুসা মিয়া সভায় সভাপতিত্ব করেন। সভায় আলী মুসা মিয়াকে আহবায়ক, এস এম সেলিম উর রেজা বকুলকে সদস্য সচিব, এ্যাড. ড. মোঃ জাকির হোসেন, কাজী মোতাহার রহমান বাবু, মীর রবিউল ইসলাম, মোঃ আনিসুদ্দিন গাজী, মোঃ ইসা সরদার ও কাজী আলমগীর হোসেনকে সদস্য করে সদর থানা সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে।
আগামী ২৪ ডিসেম্বর দুপুর ১২টায় সদর থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সদস্য ও খুলনা নগর শাখার আহবায়ক এ্যাড. ড. মোঃ জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন।
আজকের সভায় খুলনা ওয়াসার পানির মূল্য বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যায় বৃদ্ধির আশাংকায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন। এর ফলে নাগরিক তার অধিকার থেকে বঞ্চিত হবেন।
খুলনা গেজেট / আ হ আ