খুলনা, বাংলাদেশ | ২৯ কার্তিক, ১৪৩১ | ১৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  চার উপদেষ্টার আশ্বাসে ভোর ৪টায় হাসপাতালে ফিরলেন আহতরা

দুর্নীতির সূচকে আরও ২ ধাপ নিচে নামল বাংলাদেশ

গেজেট ডেস্ক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণা সূচকে আগের বছরের তুলনায় বাংলাদেশের অবনতি হয়েছে। সেই তথ্য তুলে ধরে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, আরও দুই ধাপ নিচে নেমে এসেছে বাংলাদেশ। বার্লিনভিত্তিক সংস্থাটির ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২০’ প্রকাশে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন তিনি।

দুর্নীতির সূচকে ১৮০ দেশের তালিকার নিচের দিক থেকে বাংলাদেশ ১২তম। যেটি সিপিআই ২০১৯-এর তুলনায় দুই ধাপ নিচে নেমেছে। বিবিসি বাংলা এমন খবর দিয়েছে। ১০০-এর মধ্যে ৪৩ স্কোরকে গড় স্কোর হিসাবে নিয়ে সিপিআই ২০২০ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৬, যা ২০১৮ ও ২০১৯-এর তুলনায় অপরিবর্তিত।

দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের এই অবস্থান হতাশাব্যঞ্জক বলে উল্লেখ করেছেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এ স্কোর অনুযায়ী বাংলাদেশে দুর্নীতির ব্যাপকতা এখনও উদ্বেগজনক। এ ছাড়া এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩১ দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ সর্বনিম্ন অবস্থানে। আর দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে আফগানিস্তানে কেবল বাংলাদেশের চেয়ে বেশি দুর্নীতি।

সূচক অনুযায়ী, দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম দুর্নীতি ভুটানে, দেশটির স্কোর ৬৮। ১৮০ দেশের মধ্যে তালিকার ওপর থেকে এ দেশটির অবস্থান ২৪তম। ৪০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারত। তালিকার ওপর থেকে নয়াদিল্লির অবস্থান ৮৬তম। ২০১৯ সালের তুলনায় ভারতের অবস্থান ছয় ধাপ এগিয়েছে। আর বাংলাদেশের ঠিক আগেই পাকিস্তান। ৩১ স্কোর নিয়ে দেশটির অবস্থান ২০১৯ সালের চাইতে এক ধাপ পিছিয়েছে। তালিকার ওপর থেকে দেশটির অবস্থান ১২৪তম।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!