ন্যায়-নীতি আজ বন্দী হয়েছে
অন্যায়ের কালো জালে,
সত্য আজিকে কেঁদে মরে দেখি
ভারী মিথ্যার তলে।
আশা করি যেথা মানবতার বাণী,
সেখানেই দেখি বড় হানাহানি,
এই পরিবেশ কেমনে যে মানি,
বলার উপায় নাই,
ছলচাতুরীতে ভরেছে ভুবন
সরলের নাই ঠাঁই।
হাজার সত্য হেরে যায় আজ
ছোটো মিথ্যার জোরে,
অসৎ প্রভাবে উদয় অস্ত
দুনিয়ার চাকা ঘোরে।
সুবিচার পাওয়া সে তো সোজা নয়,
বিচার বিবেক পেয়েছে যে লয়,
ভণ্ডরা আজ সমাদর পায়,
সমাজ এমন হলো,
বলতে পারো কি আজ কেউ, হায়
মানবতা কোথা গেল!
শিক্ষিত লোক ভয়ে কোণঠাসা
অশিক্ষিত’র ভয়ে।
কোথা থেকে বুঝি মান হানি করে
সম্মান যায় ক্ষয়ে!
বোকাদের মতো চলে পথেঘাটে,
ভয়ে সংশয়ে সময়টা কাটে,
কখন বিপদ কার পিছু হাটে,
ত্রাসের সীমানা নাই।
এ কেমন যুগ আসিল সমাজে
নিস্তার কোথা পাই!
নারীর পোশাক- চলাফেরা- কাজ,
এতই হয়েছে বাজে,
ঘরের শাসন, ধর্মের বাণী
আসছে না কোনো কাজে।
যুবকদেরও আছে দোষ বেশ,
সুযোগ পাইয়া এই পরিবেশ,
করিতেছে আজ চরিত্র শেষ,
সাময়িক উল্লাসে।
নারী না কি নর – কার বেশি দোষ
মেলে না হিসেব কষে।
গরীবের গ্রাস নিচ্ছে কাড়িয়া
নামকরা ধনী যারা,
এমনি করিয়া দরিদ্র আজ
হচ্চে সর্বহারা।
যারা ধরে আছে সমাজের হাল,
তাদের প্রতাপে যুগ বেসামাল,
অর্থের মোহে সবাই মাতাল,
এ কেমন অমানিশা!
পথ ছেড়ে মোরা চলেছি বিপথে
হারিয়েছি তাই দিশা।
(লেখক : সহকারি শিক্ষক,গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, রূপসা,খুলনা)