খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতে আগুন ঝরাচ্ছে তাসকিন

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট ক্রিকেট বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে কম সমালোচনা শুনতে হয় না। সীমিত ওভারের ক্রিকেটে, বিশেষ করে ওয়ানডেতে দুর্দান্ত এক দল হলেও লাল বলের ক্রিকেটে সেই তারাই অন্য রূপের! দীর্ঘ দিন জয়হীন থাকা টেস্টে এবার স্বস্তির হওয়া বইছে। জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ।

আর এই পথের অন্যতম রূপকার তাসকিন আহমেদ। বল হাতে আগুন ঝরাচ্ছেন রীতিমতো। লাঞ্চের আগে জোড়া আঘাতের পর দ্বিতীয় সেশনে পেয়েছেন আরেকটি উইকেট। সব মিলিয়ে জিম্বাবুয়ের হারানো ৮ উইকেটের ৪টিই তার। স্বাগতিকদের অষ্টম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরা ভিক্তর নিয়াউচিকে ক্যাচ বানিয়েছেন তিনি সাকিব আল হাসানের হাতে। ঠাণ্ডা মাথায় টিকে থাকায় লড়াই করা জিম্বাবুইয়েন ব্যাটসম্যান ৫৪ বলে করেন ১০ রান।

তার বিদায়ে জিম্বাবুয়ে হারিয়েছে অষ্টম উইকেট। দ্বিতীয় ইনিংসে ৭৯ ওভারে স্বাগতিকদের স্কোর ছিল ৮ উইকেটে ২১৭। বাংলাদেশ তাদের দিয়েছে ৪৭৭ রানের কঠিন লক্ষ্য।

ব্যাটিংয়েও দুর্দান্ত খেলেছেন তাসকিন আহমেদ। তাসকিন যেন বনে গেছেন পুরোদস্তুর ব্যাটসম্যান। পেয়ে গেছেন ফিফটি। টেস্টে এটি তাঁর প্রথম পঞ্চাশোর্ধ সংগ্রহ। ২০১৭ সালে ক্রাইস্টচার্চে এর আগে করেছিলেন ৩৩ রান, সেটিই ছিল টেস্টে তার সর্বোচ্চ স্কোর। আজ সেটিকেও ছাড়িয়ে গেছেন তিনি। সর্বোচ্চ স্কোর গড়ার পথে এখন পর্যন্ত মেরেছেন ৭টি চার। ৩২ রানে অবশ্য একটা জীবনও পেয়েছেন তিনি। রিচার্ড এনগারাভার বলে দ্বিতীয় স্লিপে পড়েছে তার ক্যাচ।

তাসকিন ও মাহমুদউল্লাহ জুটি আজ রেকর্ড গড়েছে। বাংলাদেশের পক্ষে নবম উইকেটে জুটিতে সর্বোচ্চ ১৯১ রান গড়েছেন দুজন। ৭৫ রান করে তাসকিন শুম্বার বলে আউট হয়ে হয়ে যাওয়ায় একটুর জন্য বিশ্বরেকর্ড হয়নি।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!