খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীর হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু
  আগুন নিয়ন্ত্রণে, খুলনায় পাট গোডাউনসহ ১০ দোকানের কোটি টাকার মালামাল পুড়ে ছাই

দুর্গাপূজা ঢাকায় করবেন মিথিলা-সৃজিত

বিনোদন ডেস্ক

কান পাতলেই যেন শোনা যাচ্ছে ঢাকের আওয়াজ, শঙ্খের সুর। আর কিছু দিন পরই আসছে দুর্গাপূজা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবের রেশ কেবল হিন্দুদের মধ্যে নয়, ছড়িয়ে যায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মনেই। তারকারাও আনন্দচিত্তে অংশ নেন দুর্গাপূজায়।

বাদ যাবেন না অভিনেত্রী ও গায়িকা রাফিয়াত রশিদ মিথিলাও। কদিন আগে শোনা গিয়েছিল, এবারের দুর্গাপূজা কলকাতায় উদযাপন করবেন তিনি। তবে এবার মিথিলা জানালেন, কলকাতা নয়, ঢাকাতেই হবে তার দুর্গাপুজা।

কলকাতার একটি সংবাদমাধ্যমে মিথিলা বলেন, ‘এ বার কলকাতায় থাকছি না। সৃজিত মুম্বাইয়ে শুটিংয়ে ব্যস্ত থাকবে। কলকাতায় একা একা মন খারাপ হবে আমার। তাই বাংলাদেশে নিজের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এরই মধ্যে পূজার কেনাকাটাও সেরে নিয়েছেন বলে জানালেন মিথিলা। অবশ্য সেটা নিজের জন্য নয়, মা আর বোনের জন্য। তার ভাষ্য, ‘মা আর বোনের জন্য কলকাতা থেকে শাড়ি কিনেছি। আয়রার জন্য কিছুই কিনতে হয়নি। কত কত উপহার পেয়েছে সে! সৃজিতের জন্য আলাদা করে কিছু কেনা হয়নি। নিজের জন্যও নিইনি কিছু। মুম্বাই থেকে সৃজিত সোজা বাংলাদেশে যাবে। সেখানে গিয়ে সৃজিত কেনাকাটা না করে থাকতেই পারে না। তাই ওর পূজার কেনাকাটা ওখানেই হবে মনে হচ্ছে।’

ইসলাম ধর্মের অনুসারী হলেও মিথিলা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। ছোট বেলা থেকেই দুর্গাপূজা কিংবা বড় দিন, সব উৎসবে সমানভাবে আনন্দ করতেন বলেও জানিয়েছেন এ অভিনেত্রী। তার ভাষ্য, ‘এখন যেমন বিশ্বের প্রতিটি দেশে ছোঁয়াচে রোগের মতো সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়েছে, আমাদের সময়ে কিন্তু সেই পরিস্থিতির মুখোমুখি হইনি আমরা। দুর্গাপূজা, ঈদ বা বড়দিন; প্রতিটি উৎসবেই আমরা একইভাবে আনন্দ করেছি। তবে এ কথা ঠিক, কলকাতায় যেমন বড় করে দুর্গাপূজা পালন করা হয়, বাংলাদেশে তেমনটা ঘটে ঈদের সময়ে।’




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!