বাঙালি হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন ভোমরা স্থলবন্দরে সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় ভোমরা স্থল বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে যাত্রী পারাপার অব্যাহত থাকবে।
ভারতের ঘোজাডাঙ্গা বন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ভোলানাথ ঘোষ জানান, শারদীয়া দুর্গাপূজার সরকারি ছুটির কারণে ৯ অক্টোবর বুধবার থেকে ১৪ অক্টোবর সোমবার পর্যন্ত ভোমরা স্থল বন্দরে সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে আবারও যথারীতি আমদানি ও রপ্তানি কার্যক্রম চালু হবে।
ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের বর্তমান এডহক কমিটির সদস্য সচিব অহিদুল ইসলাম জানান, শারদীয়া দুর্গাপূজার ছুটির কারণে টানা ৬দিন ভোমরা বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে জানিয়ে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন পত্র দিয়ে তাদরেকে অবহিত করেছেন।
ভোমরা স্থল বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (ট্রাফিক) মো. রুহুল আমিন জানান, দুর্গাপূজার ছুটির বিষয়টি ওপারের কাস্টমস কর্তৃপক্ষ ও সিএন্ডএফ এজেন্টরা আমাদের দপ্তরকে জানিয়েছেন। ভোমরা বন্ধরে পণ্য খালাসের পর ভারতীয় ট্রাক দেশে ফিরে যেতে পারবে।
ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক সেকেন্দার আলূ জানান, পূজার ছুটির সময় বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রূদের পারাপার স্বাভাবিক থাকবে।
খুলনা গেজেট/এএজে