বাংলাদেশ থেকে দুবাইয়ে পাচার হওয়া দুই যুবকের ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।
রবিবার (২২ মে) সকালে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন থেকে দ্রুত দুই যুবককে দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট দফতরের প্রতি দাবি জানানো হয়েছে।
পাচারের শিকার রুবেল ইসলাম ও জাহিদুল ইসলামের বাড়ি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায়।
সংবাদ সম্মেলনে রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের মোবারক হোসেন ও শফিকুল ইসলাম ওই দুই যুবককে চাকরি দেয়ার কথা বলে দুই লাখ টাকার বিনিময়ে দুবাই নিয়ে যায়। রুবেল হোসেনকে শপিংমলের ম্যানেজার হিসেবে ৫০ হাজার টাকা ও জাহিদুল ইসলামকে ওয়েল্ডিং কারখানায় ৬০ হাজার টাকা বেতনে চাকরি দিতে চেয়েছিলেন। কিন্তু দুবাই নিয়ে তারা ওই দুই যুবককে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন। তাদের ওপর এখন অমানুষিক শারীরিক নির্যাতন চালানো হচ্ছে। তাদের খাবার দেয়া হচ্ছে না। চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে না। বাড়ি থেকে দুই লাখ করে টাকা আনার জন্য চাপ দেয়া হচ্ছে। টাকা আনতে রাজি না হলে তখন শারীরিক ও মানুষিক নির্যাতন চালানো হচ্ছে।
গোপনে গত ১৫ মে অডিওকলের মাধ্যমে বিষয়টি ভুক্তভোগীরা পরিবারের কাছে অবহিত করেন। তারা এখন পাচারচক্রের হাতে বন্দি। সংবাদ সম্মেলন থেকে তাদের দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দফতরের কাছে দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী রুবেলের বাবা শফিকুল ইসলাম ও চাচা ইউসুফ আলী।