কানাডায় প্রবেশ করতে না পেরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে অবস্থান করছেন তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান।
তিনি বর্তমানে মধ্যপ্রাচ্যের এ দেশটিতেই থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। তবে যদি ইমিগ্রেশন পেরিয়ে দেশটিতে প্রবেশ করতে না পারেন, সে ক্ষেত্রে তিনি দেশে ফিরে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে অশালীন বক্তব্য দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান কানাডায় ঢুকতে পারেননি বলে জানিয়েছিল উত্তর আমেরিকার দেশটির একটি বাংলা সংবাদমাধ্যম।
‘নতুন দেশ’ নামের ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, মুরাদকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয়া হয়। এতে আরও বলা হয়, কানাডায় বসবাসরত মুরাদের ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছে।
মুরাদকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ‘ই-কে ৮৫৮৫’ বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার নাতনি জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্যের পর এক চিত্রনায়িকার সঙ্গে মুরাদের অশালীন বক্তব্যের অডিও ফাঁস হয়। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পদত্যাগ করেন মুরাদ।
খুলনা গেজেট/এএ