খুলনা, বাংলাদেশ | ৩ ফাল্গুন, ১৪৩১ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছিল জাতিসংঘের প্রতিবেদনে তা বন্ধ হয়েছে, ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটা পক্ষ : প্রধান উপদেষ্টা
  ‘অপারেশন ডেভিল হান্টে’ গেলো ২৪ ঘন্টায় সারা দেশে ৪৭৭ জন গ্রেপ্তার
  বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম জাতীয় স্টেডিয়াম ; জাতীয় ক্রিড়া পরিষদের নির্দেশনা

দুবাইয়ে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সাথে প্রধান উপদেষ্টার মতবিনিময়

ফরহাদ হুসাইন, আরব আমিরাত থেকে

দুবাই গভর্মেন্ট সামিটে আসা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এর সাথে বৃহস্পতিবার আমিরাত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একটি প্রতিনিধি দলের মতবিনিময় হয় দুবাই ডিউকস দ্যা পাম হোটেলে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রবাসীদের বন্ধ ভিসা চালুসহ নানা সমস্যা নিয়ে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও পরিবর্তনের ধারায় প্রবাসীরা ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

যেসব বিষয়ে আলোচনা হয় তা ছিল-
* প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ প্রক্রিয়া। তিনি আশ্বাস দেন যে বিষয়টিতে অগ্রগতি চলমান রয়েছে।
* বিমান ভাড়া কমাতে সিন্ডিকেট চিহ্নিতকরণ হচ্ছে।
* ভিসা জটিলতা সমাধান ও ভিসা ট্রান্সফার নিরসনে উদ্যোগ নেয়া হচ্ছে।
*ছাত্র জনতার সংগ্রামকে সমর্থন জানানো আন্দোলনকারীদের প্রবাসে পুর্নবাসন করা।
* সম্পূর্ণ সরকারি খরচে প্রবাসীর মরদেহ দেশে প্রেরণের উদ্যোগ গ্রহণ।
* আমিরাতে অবস্থিত জনতা ব্যাংককে সংস্কারের উদ্যোগ,
* আমিরাতে প্রবাসী আন্দোলনকারীদের বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণে সহযোগী সাবেক কনসাল জেনারেলকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দ্রুত অপসারণ করা এবং দুবাই কনস্যুলেট থেকে তার সহযোগীদের বদলি করার জন্য দাবি জানান।
* এতে সোশ্যাল মিডিয়ায় গুজবকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা দেশে বিনিয়োগ বাড়াতে প্রবাসীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু ও ওয়েজ অর্নার্স বোর্ডের সেবাকে সহজীকরণ করা হচ্ছে বলে জানান।

এসময় তাঁর সাথে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা দুবাইয়ে ১১-১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট-২০২৫ অংশ নিতে দুবাই আসেন। সম্মেলনে প্রায় ৩০ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নেন।

দুইদিনের সফর শেষে আজ শুক্রবার প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!