খুলনা, বাংলাদেশ | ২৩ পৌষ, ১৪৩১ | ৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭০

দুবলার চরের জেলেরা পাচ্ছেন এক ডোজের ভ্যাকসিন

শরণখোলা প্রতিনিধি

পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের বঙ্গোপসাগর তীরবর্তী দুবলা জেলে পল্লীর ১৪ হাজার জেলে পাচ্ছেন করোনা ভ্যাকসিন। ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৫টায় আনুষ্ঠানিক ভাবে এর উদ্ধোধন করবেন বাগেরহাট জেলার সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ।

দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আহমেদ জানান, স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় করোনাভাইরাস প্রতিরোধে বঙ্গোপসাগর ও সুন্দরবনের বিভিন্ন নদীতে কর্মরত প্রায় ১৪ হাজার জেলেদের স্বাস্থ্য সুরক্ষায় কোভিড-১৯ ভ্যাকসিনের টিকা দেওয়ার কর্মসূচী গ্রহণ করেছে দুবলা ফিশারম্যান গ্রুপ।

বাগেরহাট জেলার সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ জানান, সাগর পাড়ের দুবলার চরে অবস্থানরত জেলেদের ভ্যাকসিন কার্যক্রমে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক ও ১২ জন অভিজ্ঞ স্বাস্থ্য সহকারী টিকাদান কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। এছাড়া রেডক্রিসেন্ট সোসাইটির আট জন স্বেচ্ছাসেবক সহ ৪০ জনের একটি দল এই কার্যক্রমে সহযোগীতা করবেন।

তিনি আরও জানান, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন থাকলেই ১৪ হাজার জেলেকে দেওয়া হবে ‘জনসন অ্যান্ড জনসন’ ভ্যাকসিন। যা একবারই দেওয়া হবে। এর কোনো দ্বিতীয় ডোজের প্রয়োজন হবেনা।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!