খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

দু’বছর পর যশোর জেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, যশোর

দু’বছরের অধিক সময় পর যশোর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি শহীদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপিসহ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা ও পৌর মেয়র হায়দার গনি খান পলাশ, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, এডভোকেট মোহাম্মদ আলী রায়হান, গোলাম মোস্তফা, এডভোকেট জহুর আহমেদ, এডভোকেট এবিএম আহসানুল হক, মেহেদি হাসান মিন্টু, এস এম হুমায়ূন কবীর কবু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম, আশরাফুল আলম লিটন, মীর জহুরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক গাজী আব্দুল কাদের, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু সেলিম রানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ কচি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুখের মজুমদার, দপ্তর সম্পাদক মুজিব উদ দ্দৌলা সরদার কনক, ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন আহমেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন সাইফ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল কবীর বিপুল ফরাজী, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সেতারা খাতুন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এসএম আসিফ-উদ-দৌলাহ, শ্রম ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আতিকুর বাবু, শ্রম সম্পাদক কাজী আবদুস সবুর হেলাল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাজী বর্ণ উত্তম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার এম এ বাসার, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, উপদপ্তর সম্পাদক শহিদুল ইসলাম তরফদার, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফল কবির বিজু, কোষাধ্যক্ষ মঈনুল আলম টুলু।

এছাড়া সদস্য হয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, এমপি আফিল উদ্দিন, এমপি রনজিত রায়, এমপি মেজর জেনারেল অধ্যক্ষ নাসির উদ্দিন, মোহিত কুমার নাথ, আলেয়া আফরোজ, ফিরোজা রেজা আলী, বীর মুক্তিযোদ্ধা শরীফ খায়রুজ্জামান রয়েল, এনামুল হক বাবুল, কৃষিবিদ আব্দুস সালাম, ফারুক হোসেন, সরদার ওলিয়ার রহমান, মেহেদী হাসান, মেহেদী মাসুদ চৌধুরী, শওকত আলী, আসাদুজ্জামান মিঠু, আসাদুজ্জামান আসাদ, মীর আরশাদ আলী রহমান, আনোয়ার হোসেন মোস্তাক, মোস্তফা আসিস দেবু, প্রভাষক দেলোয়ার হোসেন দিপু, কামাল হোসেন শহর, অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, রফিকুল ইসলাম মোড়ল, মশিউর রহমান সাগর, অধ্যাপক সাইফুল ইসলাম তুহিন, ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ, এহসানুর রহমান লিটু, গোলাম মোস্তফা, সামির হোসেন পিয়াস, আলামুন ইসলাম পিপুল, অমিত কুমার বসু, নাসিমা খানম, ভিক্টোরিয়া পারভীন সাথী, হুমায়ূন সুলতান, মারুফ হোসেন খোকন।

উপদেষ্টা মন্ডলির সদস্যরা হলেন, অ্যাডভোকেট মইনুদ্দিন মিয়াজী, নজরুল ইসলাম ঝরনা, অধ্যাপক মাহমুদুল হাসান, মাস্টার রুহুল আমিন, গোলাম মোস্তফা খোকন, জাহাঙ্গীর আলম মুকুল, সৈয়দ ওসমান মঞ্জুর জানু, এডভোকেট মঞ্জুরুল ইমাম, এসএম কামরুজ্জামান চুন্নু, গোলাম রসূল, প্রণব ধর, জয়নাল আবেদীন, নওশের আলী, মিজানুর রহমান মৃধা, এডভোকেট আবুল হোসেন খান, আব্দুল মান্নান মিনু, মোবাশ্বের হোসেন বাবু, আহসান উল্লাহ মাস্টার, সোলাইমান হোসেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি পূর্ণাঙ্গ এ কমিটি অনুমোদন করেছেন।

উল্লেখ্য, গত ২০১৮ সালে যশোর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শহীদুল ইসলাম মিলন সভাপতি ও শাহীন চাকলাদার এমপি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর নানা জটিলতায় কেন্দ্রে আটকে ছিল পূর্ণাঙ্গ কমিটি। সে জটিলতার অবসান ঘটে অবশেষে দু’ বছরেরও অধিক সময় পর যশোর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ এ কমিটি ঘোষণা করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!