খুলনা, বাংলাদেশ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি
  ঘাটতির মধ্যেও স্বাস্থ্যসেবায় ২৫ শতাংশ উন্নতি সম্ভব : প্রধান উপদেষ্টা
  জুলাই-আগস্টে যত মানুষ হত্যা হয়েছে সব দায় শেখ হাসিনার : চিফ প্রসিকিউটর

দুপুর দেড়টায় পর্দা উঠছে জমজমাট বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টির

ক্রীড়া প্রতিবেদক

করোনার কারণে ক্রিকেট নেই মাঠে। আন্তর্জাতিক ক্রিকেটও হবে হবে করে হচ্ছে না। ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখাটাই দায় হয়ে দাঁড়িয়েছে। মাঝে শ্রীলঙ্কা সফর প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু সেটাও শেষ পর্যন্ত বাতিল। উপায়ান্তর না দেখে বিসিবি ক্রিকেটারদের ভাগ করে আয়োজন করেছিল ওয়ানডে ফরম্যাটে ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’। করোনার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর আয়োজন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আয়োজনের জক্কি-ঝামেলার দিকেই হাঁটছে না বিসিবি। তবে, বিপিএলের আদলেই আরেকটি টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। যেখানে খেলবে না বিদেশি কোনো ক্রিকেটার।

দেশের তারকা ক্রিকেটারদের নিয়েই মাঠে গড়াচ্ছে বিসিবির সেই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যার নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি। ৫টি দল প্রতিদ্বন্দ্বীতা করছে এই টুর্নামেন্টে। স্পন্সর, ফ্রাঞ্চাইজি, মিডিয়াস্বত্ব- অর্থ্যাৎ বিপিএলের সব ধরণের ফ্লেভারই রাখা হচ্ছে এই টুর্নামেন্টে। যার উদ্বোধনী দিন আজ।

উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে শক্তিশালী ঢাকা। বেক্সিমকো ঢাকা নামে এই টুর্নামেন্টে পরিচিত। প্রতিপক্ষ রাজশাহীর ফ্রাঞ্চাইজি ‘মিনিস্টার গ্রুপ রাজশাহী।’ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে এই ম্যাচটি। সন্ধ্যা সাড়ে ৬টায় দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আরেক শক্তিশালী এবং শিরোপার ফেবারিট দল জেমকন খুলনা। প্রতিক্ষ ফরচুন বরিশাল।

দিনের দ্বিতীয় ম্যাচের দিকেই অবশ্য নজর থাকবে সবার। কারণ, এই ম্যাচ দিয়েই আজ মাঠে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এক বছরের নিষেধাজ্ঞা শেষ করার পর এটাই তার প্রথম মাঠে নামা। ফেরার দিনে কেমন করেন সাকিব সেটাই সবার দেখার বিষয়। আবার আকর্ষণের কেন্দ্রবিন্দু আরেকটি কারণে। সাকিবের প্রতিপক্ষ তারই বন্ধু তামিম ইকবাল। ফরচুন বরিশালের অধিনায়ক হচ্ছেন তামিম।

উদ্বোধনী ম্যাচটিও কম আকর্ষনীয় হবে না। মুশফিকুর রহীমের নেতৃত্বে বেক্সিমকো ঢাকায় খেলছেন একঝাঁক তারকা ক্রিকেটার। তাদের নিয়ে অনায়াসে চ্যাম্পিয়ন ফাইট দেয়া যায়। প্রতিপক্ষ তারুণ্য নির্ভর মিনিস্টার গ্রুপ রাজশাহী। নেতৃত্বও এক তরুণের কাঁধে। নাজমুল হোসেন শান্ত। এই দলের হয়ে খেলছেন আবার মোহাম্মদ আশরাফুলও। অবসরের আগে একবার হলেও জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!