খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২
জন্মসার্ধশত বার্ষিকীর আলোচনায় বক্তরা

‘দুনিয়ার কোনো লোভ লালসা খানবাহাদুর আহ্ছানউল্লাকে আকৃষ্ট করতে পারেনি’

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ছিলেন লোভ-লালসা, হিংসা বিদ্বেষ, কাম ক্রোধ ও কালিমা মুক্ত। তিনি ছিলেন অহিংস সুন্দর, সুশীল, শান্তিরন্ত, পরার্থ পরায়ন, হৃদ্যজন। তিনি মানুষকে বুঝতেন, সৃষ্টিকে বুঝতেন, সৃষ্টিকর্তাকে বুঝতেন। তার মত প্রজ্ঞাবান, পন্ডিত মানুষ সমাজে বিরল। তিনি বাংলার শিক্ষা ও শিক্ষা ব্যবস্থাকে যে উচ্চতায় নিয়ে গেছেন তার ঋণ কখনও শোধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। নানা গুণে গুণান্বিত সিদ্ধ পুরুষ ছিলেন খানবাহাদুর আহছানউল্লা (র.)।

অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারি পরিচালক বিশিষ্ট শিক্ষাবিজ্ঞানী ও শিক্ষা সংস্কারক, দার্শনিক দেশের অন্যতম সেবা প্রতিষ্ঠান নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা, সাহিত্যিক ও চিন্তাবিদ হজরত শাহছুফী খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জন্মসার্ধশত বার্ষিকী (১৫০ তম) উপলক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরও বলেন, একজন মানুষের পক্ষে কীভাবে সৃষ্টিকর্তাকে সার্বক্ষণিক সাধনায় রেখে মানব কল্যাণে কীভাবে আলো ছড়ানো যায় তা তিনি দেখিয়ে দিয়েছেন। তিনি জীবনের পুরোটা সময়ই মানুষের মঙ্গলে কাজ করে গেছেন। তার ধ্যানজ্ঞান ছিল স্রষ্টার এবাদত সৃষ্টির সেবা করা। তার সাধনা চেষ্টার কাছে দরিদ্রতা ছিল তুচ্ছ। দুনিয়ার কোনো লোভ লালসা তাকে আকৃষ্ট করতে পারেনি।

সাতক্ষীরার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন প্রাঙ্গণে শনিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন, মিশনের সভাপতি ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যালেন্সের অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশিদ। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য ড. কে এম সাইফুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আনোয়ারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. আহ্ছানুল হাদী, খানবাহাদুর আহছানউল্লা ইনিস্টিউটের মহাপরিচালক এ এফ এম এনামুল হক প্রমূখ।

অনুষ্ঠানে মুল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, খানবাহাদুর আহছানউল্লা ইনিস্টিউটের পরিচালক মোঃ মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে পীর কেবলার জন্মসার্ধশত বার্ষিকী উপলক্ষে খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউট এর উদ্যোগে ‘খানবাহাদুর আহ্ছানউল্লা জন্মসার্ধশত’ স্মারকগ্রন্থ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!