বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানকে চিকিৎসার জন্য ১৫ দিনের জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মোহা. রবিউল ইসলাম খান হাবিবুর রহমানের জামিনের আবেদন মঞ্জুর করেন।
দুদকের আইনজীবী মিলন কুমার ব্যানার্জী বলেন, বিচারক আইনজীবীদের কাছ থেকে অসুস্থতার ডাক্তারি সনদপত্র দেখে মেয়রের চিকিৎসার জন্য আগামী ১৫ দিনের জামিন মঞ্জুর করেছেন।
বাগেরহাট জেলা কারাগারের সুপার এএসএম কামরুল হুদা জানান,পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের জামিনের আদেশ কারগারে পৌছানোর পর বিকাল ৪ টার দিকে তিনি কারাগার থেকে বের হয়েছেন।
এদিকে প্রায় দেড় মাস পরে পৌর মেয়র জামিনেমুক্ত হওয়ায় শহরে আনন্দ মিছিল করেছেন দলীয় নেতা-কর্মীরা।
দুদকের করা পৃথক দুটি অর্থ আত্মসাতের মামদলায় পৌর মেয়র খান হাবিবুর রহমান ও পৌর সভার সাবেক সচিব মোহাম্মদ রেজাউল করিম চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি আদালতে আত্মসমর্পণ করেন। এসময় আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
খান হাবিবুর রহমান বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সসম্পাদক।
২০২০ সালের ৭ অক্টোবর বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের দুর্নীতি অনুসন্ধানে নামে দুদকের খুলনা কার্যালয়।
বাগেরহাট পৌরসভায় নিয়ম বহির্ভূতভাবে ১৭ জনকে নিয়োগ দিয়ে সরকারি কোষাগার থেকে ১ কোটি ২৬ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা আত্মসাতের অপরাধে মেয়রসহ ১৮ জনকে আসামি করে একটি মামলা করা হয়।
অন্যদিকে প্রশিক্ষণ কেন্দ্রসহ বাগেরহাটে আবাহনী ক্লাবের কমপ্লেক্স ভবন নির্মাণ এবং বাগেরহাট ডায়াবেটিক হাসপাতাল কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের কাজ না করে এক কোটি টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে পৌর মেয়র খান হাবিবুর রহমান এবং বাগেরহাট পৌরসভার সাবেক সচিব মোহাম্মদ রেজাউল করিমকে আসামি করে আরও একটি মামলা করা হয়।
খুলনা গেজেট/ এস আই