খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  আগুন নিয়ন্ত্রণে, খুলনায় পাট গোডাউনসহ ১০ দোকানের কোটি টাকার মালামাল পুড়ে ছাই

দুদকের মামলায় আবদুর রহমান বদির বিচার শুরু, স্বাক্ষ্যগ্রহণ ১৫ অক্টোবর

গেজেট ডেস্ক

দুদকের দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজারের টেকনাফের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

আর এ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আলোচিত মামলাটির বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. ইসমাল হোসেন এ আদেশ দেন।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী সালাউদ্দিন লাবলু বলেন, ‘আগামী ১৫ অক্টোবর এ মামলায় স্বাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত।’

নথি থেকে জানা গেছে, ২০০৭ সালের ডিসেম্বরে ৪৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত ও ৬৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে চট্টগ্রামের ডবলমুরিং থানায় বাদী হয়ে মামলা করেন দুদকের সহকারী আইনজীবী আলী আকবর। পরে ২০০৮ সালের জুন মাসে অভিযোগপত্র দাখিল করে দুদক।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!