খুলনা-পাইকগাছা মহাসড়কের পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।
নিহতেরা হলেন, কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা এলাকার আবুল শেখ এর ছেলে রুহুল আমিন (৩০) ও মালত গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩০) ও মোটর সাইকেল চালক মো: হুসাইন (২২) নামে একজন আহত হয়েছে। আহত হুসাইন কয়রার আমাদীর হরিনগর গ্রামের আব্দুস সালাম গাজীর ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাইকগাছা থানার ওসি সাবজেল হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (১৩ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় গো-খাদ্য বিচুলী বোঝাই একটি ইঞ্জিন ভ্যানকে অতিক্রম করার সময় পরষ্পর বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এরমধ্যে রুহুল আমিন ও ফিরোজ পাইকগাছা মাছকাটায় কাজ শেষে বাড়ি ফিরছিল। অন্যদিকে হুসাইন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক পাইকগাছা অভিমুখে ফিরছিল। এতে সাইকেল দুটির চালক ও আরোহীরা গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এর মধ্যে রুহুল আমিন ও ফিরোজকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেলে স্থানান্তর করার হয়। সেখানে তাদের ২ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছ।
খুলনা গেজেট/ টিএ