খুলনা, বাংলাদেশ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আয়ে ঘাটতি ৬৫ হাজার ৬৬৫ কোটি টাকা, আদায় ৩ লাখ ৫৬ হাজার ৪৮৬ কোটি টাকা

দুটি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হল খুবির ভর্তিযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো দুই দিনব্যাপী ভর্তিযুদ্ধ। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘বি’ ইউনিটেরভর্তি পরীক্ষা খুবি ক্যাম্পাসসহ বিভিন্ন ক্যাম্পাসের কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রেগুলো হল: খুলনার দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র এবং দুইটি বহিঃকেন্দ্র- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

‘বি’ ইউনিটে খুলনা বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় কেন্দ্রগুলোতে মোট ৭ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৬ হাজার ৩১৬ জন। ঢাবি কেন্দ্রে ১৩ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৮ হাজার ৩৬৬ জন এবং রুয়েট কেন্দ্রে ৬ হাজার ৩৮৯ জনের মধ্যে ৪ হাজার ৫৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

অপরদিকে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও রুয়েট কেন্দ্রেও। এই ইউনিটে খুলনা বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় কেন্দ্রগুলোতে মোট ৯ হাজার ৬৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৫২৬ জন। ঢাবি কেন্দ্রে ১৯ হাজার ৫৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১১ হাজার ৭৮০ জন এবং রুয়েট কেন্দ্রে ৭ হাজার ৯৫০ জনের মধ্যে ৫ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। এছাড়া স্থাপত্য স্কুলে আবেদনকারীদের জন্য বিশেষ ড্রইং পরীক্ষায় খুলনা কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৫০২, ঢাকা কেন্দ্রে ২ হাজার ৩৯ এবং রাজশাহী কেন্দ্রে ৫১৩ জন।

পরীক্ষাকালীন সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় কেন্দ্রগুলোর কন্ট্রোল রুম ও পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তাঁরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় দায়িত্বরত ইউনিট প্রধানসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!