আজ একসঙ্গে মুক্তি পাচ্ছে দেশীয় দুই সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’ ও ‘আম কাঁঠালের ছুটি’। দুটি সিনেমা দুই ঘরানার।
এর মধ্যে মুক্তিযুদ্ধনির্ভর গল্পে নির্মিত ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমায় অভিনয় করেছেন এক ঝাঁক তারকা। রয়েছেন ফেরদৌস, সজল, সানজিদা প্রীতি, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফেরদৌস, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, সাজু খাদেম প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন হৃদি হক।
পরিচালকের ভাষায়, ‘১৯৭১ সেই সব দিন– তীব্র ভালোবাসা আর আশা-আকাঙ্ক্ষার গল্প। শুধু সময়টা ১৯৭১। তাই এর গল্প দর্শককে কাঁদাবে-হাসাবে, সেই সঙ্গে একাত্তরকে অনুভব করাবে।’
অন্যদিকে শিশুতোষ চলচ্চিত্র ‘আম কাঁঠালের ছুটি’তে অভিনয় করেছেন লিয়ন, জুবায়ের, আরিফ, হালিমা, তানজিল, ফাতেমা, কামরুজ্জামান কামরুল, আব্দুল হামিদ প্রমুখ। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও পুরস্কারপ্রাপ্ত এই সিনেমার গল্প কারও সঙ্গে মিশতে না পারা ৮ বছর বয়সী একটি শহুরে ছেলে গ্রীষ্মের ছুটিতে গ্রামে বেড়াতে এসে নতুন এক জগৎ আবিষ্কার করার।
খুলনা গেজেট/এনএম