খুলনা, বাংলাদেশ | ১৫ পৌষ, ১৪৩১ | ৩০ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল এক লাখ ১ হাজার
  জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু
  সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে, আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সীন রক্ষায় এমন সিদ্ধান্ত : প্রেস সচিব
  শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

দুই দশক পর দিঘলিয়ায় দু’ইউনিয়নে যুবলীগের সন্মেলন

দিঘলিয়া প্রতিনিধি

দীর্ঘ দুই দশক পর খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী এবং চন্দনীমহল সাংগাঠনিক ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সন্মেলন আজ রবিবার (২২ মে) বিকালে সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়। নেতৃত্ব প্রত্যাশীদের সমর্থকরা ঢাঁকঢোঁল বাঁজিয়ে মিছিল সহকারে সন্মেলনস্থলে সমবেত হয়।

সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। সন্মেলন উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম।

সন্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ফারহানা হালিম, মোসাঃ সামছুন্নাহার, মোঃ জামিল খান, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক এ বি এম কামরুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল জলিল তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ ইয়াজুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগনেতা বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, সৈয়দ মিজানুর রহমান, শাহ আলম খান, যুবলীগ নেতা শেখ হাবিবুর রহমান হাবিব, ম, কামাল হোসেন, গাজী মাসুদ রানা, শেখ রিয়াজ হোসেন, শেখ আনিচুর রহমান, মোল্লা আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নাহিদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাত, যুবলীগনেতা সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, কে এম তহিদুজ্জামান, গাজী আলী বাকের প্রিন্স, মোল্লা মনিরুল ইসলাম, রুবেল সরদার। সভাপতিত্ব করেন সেনহাটী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ শরীফুল ইসলাম।

সংগঠনের একটি সূত্র জানায়, সন্মেলনে সভাপতি সাধারণ সম্পাদক পদে অধিক সংখ্যক প্রার্থী থাকায় কিছু জটিলতার কারণে আজ সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হয়নি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!