মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন অস্ট্রেলীয় জেলে কেভিন ডারমোডি। দুই দিন পরে তার দেহাবশেষ পাওয়া যায় দুটি কুমিরের পেটে।
বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে শনিবার নিখোঁজ হন ৬৫ বছর বয়সী কেভিন ডারমোডি। দুই দিন ধরে তার খোঁজে অভিযান চালানোর পর গত সোমবার দুটি কুমিরের পেট থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার হয়। পুলিশ দাবি করছে, এগুলো কেভিন ডারমোডিরই দেহের অংশ। খবর এনডিটিভি
কেপ ইয়র্কের বাসিন্দা কেভিন ডারমোডি অভিজ্ঞ জেলে। শনিবার কুইন্সল্যান্ডের কেনেডি নদীতে কেনেডি বেন্ট এলাকায় ডারমোডিকে শেষবারের মতো দেখা গিয়েছিল। কেনেডি বেন্ট অঞ্চলটি লোনাপানির কুমিরের আবাসস্থল হিসেবে পরিচিত।
ডারমোডির সন্ধানে ওই এলাকায় অভিযান চালানোর সময় দুটি কুমিরকে গুলি করে হত্যা করা হয়। এদের মধ্যে একটি বড় অন্যটি অপেক্ষাকৃত ছোট। পরে ওই দুই কুমিরের পেট থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার করে।
বন্য প্রাণীবিষয়ক কর্মকর্তা ও পুলিশের ধারণা, দুটি কুমির মিলে ডারমোডিকে খেয়েছে।
এই দেহাবশেষ ডারমোডিরই কি না, তা এখনও আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়নি। তবে এ পর্যায়ে অভিযানের সমাপ্তি জানিয়েছে পুলিশ।
ডারমোডির সঙ্গে থাকা বন্ধুরা জানান, কখন ডারমোডির ওপর কুমিরের হামলা হয়েছে, তা তারা দেখেননি। তবে চিৎকার শুনেছেন বলে জানিয়েছেন।
খুলনা গেজেট/ এসজেড