খুলনা, বাংলাদেশ | ১১ ফাল্গুন, ১৪৩১ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির সম্মেলন আজ

দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি)। সকাল ১০টায় নগরীর সার্কিট হাউজ মাঠে সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ভাচুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে জেলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে কাউন্সিলর অধিবেশন অনুষ্ঠিত হবে।

দলীয় কার্যালয় সূত্রে জানা যায়, খুলনা মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদে প্রার্থী হয়েছেন ১২ জন। মহানগর বিএনপির সভাপতি পদে বর্তমান আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির এবং দৌলতপুর থানা বিএনপির সদস্য সাহাজী কামাল টিপু প্রার্থী হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ৩ জন। প্রার্থীরা হলেন, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ আলী এবং মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রার্থী হলেন, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ বাবু, ভারপ্রাপ্ত সভাপতি শেখ সাদী, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহবুব হাসান পিয়ারু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শের আলম সান্টু, সাবেক ছাত্রদল নেতা হাসানুর রশিদ চৌধুরী মিরাজ ও তারিকুল ইসলাম তারেক। এর মধ্যে তারেক ছাড়া বাকিরা বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক। মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ তাঁর অনুসারীদের কেউ প্রার্থী হচ্ছেন না। কাউন্সিল ঘিরে তাদের তৎপরতাও চোখে পড়েনি।

এদিকে সম্মেলনকে ঘিরে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে খুলনা মহানগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে। তবে এবারের সম্মেলনেও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও তার অনুসারী বিএনপি নেতাদের তৎপরতা নেই।

২০২১ সালের ৯ ডিসেম্বর মহানগর বিএনপির ৩ সদস্যের আহ্বায়ক কমিটি এবং পরে ২০২২ সালের ১ মার্চ ৭১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল। ইতোমধ্যে নগরীর ৩১টি ওয়ার্ড, তিনটি ইউনিয়ন ও পাঁচটি থানায় সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনের পর মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি হবে ১৫১ সদস্যের। এর আগে খুলনা মহানগর বিএনপির সবশেষ সম্মেলন হয়েছিল ২০০৯ সালের ২৫ নভেম্বর।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বিএনপি নেতারা জানান, কাউন্সিলে ভোটার রয়েছেন ৫টি থানার ৫০৫ জন। ইতোমধ্যে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করা হয়েছে। সম্মেলনে নগরীর ৩১টি ওয়ার্ড বিএনপির ৪ হাজার ডেলিগেট থাকবে। এছাড়া প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের ১ হাজার করে নেতাকর্মী উপস্থিত থাকবেন।

 

খুলনা গেজেট/ এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!