বলিউড বাদশাহ শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত নতুন সিনেমা ‘পাঠান’ এখন মুক্তির অপেক্ষায় আছে। ১২ ডিসেম্বর প্রকাশ্যে এসেছে পাঠান সিনেমার প্রথম গান আইটেম গান। আর সেটা নিয়ে যেন বিতর্কের শেষ নেই।
পাঠান সিনেমার বেশরম রং গানটি রিলিজের পর থেকেই প্রশংসার সাগরে ভাসছে এটি। তবে প্রশংসার পাশাপাশি অশ্লীলতার অভিযোগও উঠেছে গানটির বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে এসব নিয়ে চলছে জোর সমালোচনা। অনেকে তো সিনেমাটি বয়কটের ডাকও দিয়েছেন।
এবার এলো নতুন খবর। সিনেমায় রিলিজ হওয়া বেশরম গানে গেরুয়া বিকিনিতে হিন্দুধর্মকে অপমান করেছেন এমন দাবিতে আদালতে অভিযোগ করেছেন বিনিত জিন্দাল।
দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন এই আইনজীবী। সেখানে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনসহ সিনেমা সংশ্লিষ্টদের অভিযুক্ত করা হয়েছে। হিন্দুস্তান টাইমসসহ একাধিক সংবাদমাধ্যম এই সংবাদটি প্রকাশ করেছে।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, পাঠান সিনেমার ‘বেশরম রঙ’ গানটির দৃশ্যে দীপিকা একটি গেরুয়া রঙের বিকিনি পরে শাহরুখ খানের সঙ্গে গানে নেচেছেন। গেরুয়া রঙের পোশাক পরে এরকম আপত্তিকর নৃত্যের মাধ্যমে দীপিকা এবং শাহরুখ হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন।’
তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন এই আইনজীবী। তার দাবি শাহরুখ এবং দীপিকা দুজনই শাস্তিযোগ্য অপরাধ করেছেন। শুধু তাই নয়, গানটি ইন্টারনেট এবং সিনেমা থেকেও সরিয়ে ফেলার দাবি করেছেন তিনি।
এর আগে মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র দীপিকার গেরুয়া বিকিনি দেখে চটেছিলেন। একই সঙ্গে এই সিনেমার অশ্লীল দৃশ্য বাদ না দিলে মধ্যপ্রদেশে মুক্তি দেয়া যাবেনা বলেও জানিয়েছেন এই নেতা।
এদিকে এর মধ্যেই শুরু হয়ে গেছে বিতর্ক। গানের দৃশ্য শেয়ার করেই দেওয়া হচ্ছে সিনেমা বয়কটের ডাক। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘বয়কট পাঠান’।
খুলনা গেজেট/ এসজেড