খুলনা, বাংলাদেশ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভারত-পাকিস্তান সংঘাত চায় না বাংলাদেশ, আলোচনার মাধ্যমে সমাধানের আহবান
  বাংলাদেশি আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত : পররাষ্ট্র উপদেষ্টা
  কানাডার ভ্যাঙ্কুভারে উৎসবে গাড়িচাপায় নিহত ৯
  কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি

‘দীপিকাই আমার প্রাক্তন প্রেমিকা, সুহানার মা’

বিনোদন ডেস্ক

বলিউড বাদশাহ শাহরুখ খান। ব্যক্তিগত জীবন সম্পর্কে বরাবরই সতর্ক এই বলিউড তারকা। তারপরেও কি সমালোচনা তার পিছু ছেড়েছে! এবার নিজেই সমালোচনার রসদ জোগালেন তিনি। শাহরুখের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিলো বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাসের সঙ্গে ঘর বাঁধার পর, সেই আলোচনা থেমে গেছে।

এ ছাড়া কাজলের সঙ্গে শাহরুখের গভীর বন্ধুত্বের কথা শোনা যায়। কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে প্রেমের কথা কি শুনেছেন? হয়তো শোনেননি। কিন্তু পাঠানের এই জুটির রোমান্সে বুঁদ হয়েছিল সিনেপ্রেমীরা। ভারতীয় এক গণমাধ্যম জানিয়েছে, দীপিকাই শাহরুখের প্রাক্তন।

পর্দায় দর্শকদের মন জয় করে কয়েক দশক ধরে বলিউডে রাজ করছেন কিং খান। এখনও তার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে মানুষের উপচে পড়া ভিড়। পর্দায় তার ভিন্ন রূপ। কখনও মুখ ঢেকে যোদ্ধার বেশে, কখনও দাঁড়ি-চুলে এক অচেনা বেশে, তবু রাজার মতো হাজির হন কিং খান। তবে এবার তিনি ফিরছেন এমন এক চরিত্রে, যাকে ঘিরে জড়িয়ে যাচ্ছে পারিবারিক আবেগ, প্রেম, অতীত আর ভবিষ্যৎ- সব মিলিয়ে যেন এক আধুনিক কাহিনি।

বলিউডে আসছে শাহরুখের নতুন ছবি ‘কিং’। তবে ‘কিং’- শুধু ছবির নাম নয়, শাহরুখের আত্মপরিচয়ও। এই ছবিতে তার সঙ্গে রয়েছেন মেয়ে সুহানা খান-ও। আর ঠিক এখানেই বদলাচ্ছে দৃশ্যপট। প্রথমে শোনা যায়, ছবিটি পরিচালনা করছেন সুজয় ঘোষ। কিন্তু ক্যামেরার পেছনে থাকবেন ‘পাঠান’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। বলা বাহুল্য, শুধু পর্দার মধ্যে নয়, পর্দার বাইরেও লড়াই চলবে।

আর ঠিক সেই লড়াইয়ের ময়দানেই নামছেন দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে, ‘কিং’-এ দীপিকাকে দেখা যাবে শাহরুখের প্রাক্তন প্রেমিকা ও সুহানার মায়ের ভূমিকায়। যদিও চরিত্রটি ক্যামিও। কিন্তু এই ‘অতিথি’ হাজিরাই নাকি হয়ে উঠবে ছবির সবচেয়ে বড় চমক। সেই নিয়েই কিং খান মজার ছলে বলেছিলেন, ‘দীপিকাই তো আমার প্রাক্তন প্রেমিকা, সুহানার মা।’

পরিচালনার পালা বদলের পরেও শাহরুখ তার এই প্রজেক্টের প্রতি এতটাই যত্নবান যে বাজেট নিয়েও ভেঙে ফেলেছেন পুরোনো রেকর্ড। আগামী মাস থেকেই শুরু হতে চলেছে দীপিকার শুটিং পর্ব। এমনকি, সুহানার সঙ্গে একাধিক দৃশ্যের মহড়া ইতোমধ্যেই সেরে ফেলেছেন তিনি।

খুলনা গেজেট/জেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!