খুলনা, বাংলাদেশ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১ | ৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সংবিধানের পঞ্চদশ সংশোধনী : রায় কবে জানা যাবে আজ

‘দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গায় চরম মানবাধিকার লঙ্ঘন করেছে পুলিশ’

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে চলতি বছর সাম্প্রদায়িক দাঙ্গার সময় চরম মানবাধিকার লঙ্ঘন করেছে দেশটির পুলিশ বাহিনী। অভিযোগ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের।

নাগরিকত্ব বিতর্কে গেলো বছরের শেষদিক থেকেই দেশজুড়ে ছিল উত্তেজনা। এনআরিস, সিএএ’র সমর্থক ও বিরোধিতাকারীদের মধ্যে সহিংসতায় প্রাণ যায় অর্ধশত মানুষের।

অ্যামনেস্টি বলছে, সেসময় হিন্দু-মুসলিম দাঙ্গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় সংখ্যালঘু মুসলিমরা। বিক্ষোভকারীদের পেটানোর পাশাপাশি ধরপাকড় আর পুলিশি হেফাজতে নির্যাতনের ঘটনা তো ঘটেছেই। এমনকি কিছু ক্ষেত্রে সহিংসতা থামানোর বদলে হিন্দু উগ্রবাদীদের সাথে অংশও নিতে দেখা গেছে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের।

এ ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি প্রশাসন বা দিল্লি পুলিশ।

 

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!