দিনাজপুর, নারায়ণগঞ্জ এবং শরিয়তপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৬টার দিকে দিনাজপুরের বিরামপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই পরিবহনের চালক নিহত হয়েছেন। এসময় আহত হয় বাসের কমপক্ষে ১০ যাত্রী। বিরামপুর উপজেলার দিনাজপুর ঢাকা মহাসড়কের দিওড় বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত এসব তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন বাসচালক বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট এলাকার গোলাম রাব্বানী (৩৬) ও পিকআপ ভ্যানচালক ব্রাহ্মণবাড়ীয়া জেলার আজাদ (৩৮)।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে নাবিল পরিবহন নামের একটি বাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। বিরামপুর দিওড় বাজার এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা সবজিবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে বাস ও পিকআপ ভ্যানের চালক নিহত হন।
আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে রোববার সকাল সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ বন্দরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। মদনপুর বাসস্ট্যান্ড ফুলহার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জহিরুল ইসলাম (৪২) ও মুকুল (৪০)।
জহিরুল ইসলাম বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকার তারা মিয়ার ছেলে। তিনি গার্মেন্টসের জুট ব্যবসায়ী। মুকুলের বাড়ি গাইবান্ধা জেলায়, তিনি মদনপুরের ইপিলিয়ন গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।
বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, রোববার সকালে বন্দরের লক্ষণখোলা বাসস্ট্যান্ড থেকে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা মদনপুর যাচ্ছিল। মদনপুর-মদনগঞ্জ সড়কের ফুলহর এলাকায় পৌঁছলে মদনপুরের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী জহিরুল ও মুকুল ঘটনাস্থলেই নিহত হন।
রোববার সকাল সাড়ে ৮টায় শরীয়তপুরের পদ্মা সেতুর সংযোগ সড়কে বসুমতি ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের উপরে উঠে যাওয়ায় একজন নিহত হয়েছেন। জাজিরা উপজেলার গোল চত্বর জমাদ্দার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত লাক্কু মাদবর (৩২) পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। এছাড়াও এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় জানা যায়নি।
নিয়ন্ত্রণ হারানো বাসটি ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জাজিরা ফায়ার সার্ভিসের শেখ আবুল হাসেমের নেতৃত্বে উদ্ধার কাজ পরিচালনা করা হয়।
জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সোহেল জানান, এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আর ছয়জন আহতসহ সবাইকে প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা সহায়তা ঘোষণা করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম