খুলনার দিঘলীয়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে । সোমবার দিবাগত রাতে উপজেলার সেনহাটি ইউনিয়নের মোমিনপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী নাম মো: মুরাদ গাজী। সোমবার (৭ এপ্রিল) নৌবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়।
আটককৃত মুরাদের বাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা, ইয়াবা, বাংলা মদ, যৌন উত্তেজক ঔষধ, দেশীয় অস্ত্র, গাঁজা পরিমাপের মেশিন, ৬টি মোবাইল ফোন ও ২৮,০৯৫ নগদ টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালসহ মুরাদ গাজীকে দিঘলীয়া থানায় হস্তান্তর করা হয়।
মুরাদ দীর্ঘদিন যাবৎ খুলনার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। তার বিরুদ্ধে দিঘলীয়া থানায় একটি মাদকের মামলা রয়েছে বলে থানাসূত্রে জানা গেছে।
খুলনা গেজেট/জেএম