ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ একদিনের কর্মশালা বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর পরিচালক (এম সি এইচ-সার্ভিসেস) এবং লাইন ডাইরেক্টর (এম সি আর এ এইচ) ডাঃ মোঃ মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ আনোয়ারুল আজিম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (এম সি এইচ) এবং প্রোগ্রাম ম্যানেজার (মাতৃ স্বাস্থ্য) ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ এম এ রেজা বাচা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধাপক ডাঃ নাসরিন আক্তার স্বপ্না, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কবির হোসেন, মেডিকেল অফিসার ডাঃ সুলতানা জিনাত ফাতেমা, উপজেলা সমাজ সেবা অফিসার শেখ মনিরুজ্জামান, দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, আড়ংঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ আক্তার প্রমুখ।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এম সি এইচ সার্ভিসেস ইউনিট এর ব্যবস্থাপনায় এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলাধীন ৬ টি ইউনিয়নের মোট ১৬০ জন সদস্য অংশগ্রহণ করেন।
খুলনা গেজেট/এনএম