কোভিড-১৯ প্রতিরোধ, ঝুঁকি নিরুপণ, যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচির আওতায় স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না।
সভায় প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচালতা, হাঙ্গার প্রজেক্টের খুলনা জেলা তথ্য ও সেবাপ্রদানকারী অফিসার মোঃ জামাল হোসেন, প্রজেক্টের জেলা সমন্বয়কারী অন্বেষা মজুমদার, রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর রহমান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা তথ্যসেবা অফিসার সাঈদা খাতুন।
সভায় মসজিদের ঈমাম, সাংবাদিক, নারীনেত্রী, কমিউনিটি লিডার, ইউপি সদস্য, স্বাস্থ্য বিভাগের স্টাফ নার্সসহ মোট ৩৩ জন সদস্য অংশগ্রহণ করেন।
ইউনিসেফ এর আর্থিক সহযোগীতায় দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।