খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে
  আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্ত

দিঘলিয়ার সন্তান মামুন গাজীর পিএইচডি অর্জন

নিজস্ব প্রতিবেদক

দিঘলিয়ার বারাকপুর গ্রামের কৃতি সন্তান মামুনার রশীদ পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। সম্প্রতি তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে আবহাওয়া বিজ্ঞান ( Meteoriology) বিষয়ে সফলতার সাথে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তার গবেষণার বিষয়বস্তু ছিলো “বাংলাদেশের চরম তাপমাত্রা পরিস্থিতির পূর্বাভাস দিতে WRE-ARW মডেলের রেডিয়েশন প্যারামিটারাইজেশন স্কিমের সম্ভাব্যতা”। Extreme Temperature’র উপর বাংলাদেশে তিনিই একমাত্র প্রথম ব্যক্তি যিনি এ বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করলেন। টানা ৬ বছর ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি উক্ত বিষয়ের উপর গবেষণা করেছেন। কুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. এম এম তৌহিদ হোসেন এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াস আক্তারের তত্ত্বাবধানে তিনি এ গবেষণার কাজ সম্পন্ন করেন। International Organisation of scientific research (IOSR) থেকে তার গবেষণাপত্র স্বীকৃতি লাভ করে।

২০২৩ সালের ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পিএইচডি ডিগ্রি অর্জনের পূর্বে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোপোলার ফ্লুইড ডায়নামিক্স (microprolar fluid dynamics) বিষয়ের উপর এম ফিল ডিগ্রী অর্জন করেন।

ড. গাজী মামুনার রশীদের লেখা গবেষণাপত্র পৃথিবীর বিখ্যাত আন্তর্জাতিক ৬ টি জার্নাল, ২ টি দেশীয় আন্তর্জাতিক জার্নাল ও ৪ টি কনফারেন্স পত্রিকায় প্রকাশিত হয়েছে।

তার লেখা গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নাল IOSR (অস্ট্রেলিয়া, কাতার, ভারত, ইউএসএ ও মালয়েশিয়া), আমেরিকান জার্নাল অফ মেরিন সাইয়েন্স, কোয়েস্ট (Quest journal), ইন্টারন্যাশনাল জার্নাল অফ সায়েন্টিফিক এন্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ (ইউএসএ), ইন্টারন্যাশনাল জার্নাল অফ মাল্টি ডিসিপিলিনারি রিসার্চ এন্ড গ্রোথ ইভালুয়েশন, DEW-DROP (বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর), দ্যা এটমোসফেয়ার বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স (JES) এ প্রকাশিত হয়েছে। এছাড়াও তার অসংখ্য লেখা প্রকাশের অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যে তার ৪ টির অধিক কনফারেন্স পেপার (মেট্রোলজি বিষয়ে) বাংলাদেশের ৪ টি বিখ্যাত বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে।

গবেষক হিসেবে ড. মামুনার রশীদ ইতিমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা যেমন নরওয়ে মেরিন সাইন্স, এ্যামেরিকান মেরিন সাইন্স থেকে স্বীকৃতি পেয়েছেন। এছাড়াও ইতিমধ্যে তিনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সাইন্টিফিক রিসার্চ থেকে তালিকাভুক্ত গবেষক হিসাবে স্বীকৃতি লাভ করেছেন। ড. মামুনার রশীদ পিএইচডি ডিগ্রী অর্জনের পর তার গবেষণার বিষয়বস্তু বর্তমানে বিশ্ব উষ্ণায়ন ও শীতায়ন ‘র ক্ষেত্রে রেডিয়েশন এর ভূমিকা উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তার গবেষণাপত্র উপস্থাপনের জন্য বাংলাদেশ আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় সেমিনারে তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। সর্বশেষ গত ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রোলজি ডিপার্টমেন্ট ও বিএমডি ‘র যৌথ আয়োজনে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন “মেট্রোলজি এন্ড ক্লাইমেট সাইন্স ২০২৩” A Study if cold condition in Bangladesh during 1989 টু ২০১৯ এ বিষয়ে তিনি তার গবেষণাপত্র উপস্থাপন করেন। যেখানে সভাপতিত্ব করেন ভারতের এয়ার ভাইস মার্শাল (অবঃ) অজিত ত্যাগি কোরেশ।

ড. মামুনার রশীদের জন্ম ভৈরব নদীর কূল ঘেঁষে গড়ে ওঠা দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী বারাকপুর গ্রামে। ১৯৭২ সালের ৩০ সেপ্টেম্বর এ গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের গাজী বংশে তিনি জন্মগ্রহণ করেন। তার শৈশব, কৈশর এবং যৌবন এই গ্রামেই কেটেছে। পিতা গাজী মিজানুর রহমান ওরফে মিলজার গাজী বারাকপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। ৩ ভাই ১ বোনের মধ্যে পরিবারের বড় সন্তান। একটি বেসরকারি কলেজে সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। পরিবার নিয়ে বসবাস করেন শিরোমণি কেডিএ আবাসিক এলাকায়। তার এ অর্জনে দিঘলিয়ার কৃতি সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানসহ অনেক বিজ্ঞজন তাকে অভিনন্দন জানিয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!