ডিসেম্বর/২০২১ মাসে খুলনা জেলার বেস্ট ইন্সপেক্টর (নিরস্ত্র) ও বেস্ট এসআই (নিরস্ত্র) নির্বাচিত হয়েছেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আহসান উল্লাহ চৌধুরী ও এসআই (নিরস্ত্র) তন্ময় মোহান্ত।
গ্রেপ্তারী পরোয়ানা তামিল, আসামি গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধারসহ এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ দায়িত্ব পালন করার কারণে তাঁদের দু’জনকে বেস্ট অফিসার নির্বাচিত করা হয়।
আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারী ) সকালে খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ বিষয়ক সভায় খুলনা জেলা পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আহসান উল্লাহ চৌধুরী ও এসআই (নিরস্ত্র) তন্ময় মোহান্ত কে ক্রেস্ট ও সন্মাননা সনদ প্রদান করেন।
খুলনা গেজেট/ এস আই