খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) বিকেলে স্বচ্ছ ভোট ব্যালট পেপার প্রক্রিয়ার মাধ্যমে গাজীরহাট ইউনিয়ন বিএনপি’র নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মোট ৪৫৯জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রয়োগ করে সভাপতির-সাধারণ সম্পাদক নির্বাচন করেন।
জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু প্রধান অতিথি ছিলেন।
সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আহবায়ক সাইফুর রহমান মিন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ম-আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল, এনামুল হক সজল ও জেলার সদস্য আব্দুস সালাম ও শরীফ ইকবাল হোসেন। বিশেষ বক্তার বক্তৃতা করেন দিঘলিয়া উপজেলা সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক।
গাজীরহাট ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক রামপ্রসাধ অধিকারীর সভাপতিত্বে উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে তৃণমূল নেতাকর্মীদের স্বতস্ফূর্ত অংশগ্রহনে সম্মেলন অনুষ্ঠিত হয়।
খুলনা গেজেট/এমএনএস