খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের চন্দনীমহল সাব স্টেশন সংলগ্ন বালুর মাঠে ১০ দলীয় ঈদ স্পেশাল ক্রিকেট লীগ সিজন-৪ স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার (১ এপ্রিল) প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, স্টার জুট মিলস এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক শ্রমিক নেতা গাজী মো. এনামুল হাচান মাসুম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মল্লিক আজিজুল ইসলাম, সমাজসেবক, স্থানীয় ঠিকাদার ও ব্যবসায়ী প্রশান্ত কুমার দত্ত।
ঈদ স্পেশাল ক্রিকেট লীগের ক্রীড়া সংগঠক ও টুর্নামেন্টের আহবায়ক মো. মনিরুল ইসলামের সার্বিক পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. রুবেল হাওলাদার, মো. সবুজ শেখ, মো. আব্বাস, চন্দ্রন শীলসহ এলাকার ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ, রাজনৈতিক সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে যমুনা ভাই কিংস, মেঘনা নাইন স্টার্স, পদ্মা টাইডার্স, কপোতাক্ষ গ্লাডিয়েটরস, পাইরেটস অব ভৈরব, ইছামতি ইয়াংগার্স, চিত্রা এক্সপ্রেস, কর্ণফুলী চ্যালেঞ্জার্স , রূপসা পাওয়ার অব রোয়ার ও মধুমতি টাইটান্স।
খুলনা গেজেট/এএজে