দুর্বৃত্তের গুলিতে নিহত আনছার শেখ হত্যা মামলায় বারাকপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গাজী সাহাগীর হোসেন পাভেলসহ আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বারাকপুর ইউনিয়ন আওয়ামীলীগ এ প্রতিবাদ সভার আয়োজন করে।
বুধবার (৫ এপ্রিল) বিকালে বারাকপুর বাজারে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ইউনিয়ন শাখার সভাপতি গাজী আব্দুর রউফ। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিলন কান্তি দে, যুবলীগ নেতা ও সেনহাটি ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান।
উপস্থিত ছিলেন বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী ওয়াদুদ হোসেন, আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন, কে এম আসাদুজ্জামান, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আনিসুর রহমান, যুবলীগ নেতা মোঃ আমজাদ হোসেন, মোঃ তারেক, বারাকপুর ইউপি সদস্য মোঃ হায়দার আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীফ মাহাফুজুর রহমান, গাজী হাবিবুর রহমান,শিবুপদ বাছার,বঃ হালিম চৌধুরীসহ স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পাভেল গাজী, বারাকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি গাজী আলী বাকের প্রিন্সসহ এজাহারভুক্ত সকল আসামীর মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।