যশোরের বেনাপোল স্থলবন্দরের ৩৪ নম্বর শেডের অদূরে থাকা দাহ্য পদার্থবোঝাই একটি ভারতীয় ট্রাক আগুন লেগে ভষ্মিভূত হয়েছে। সোমবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারত থেকে আমদানিকৃত খালাসের অপেক্ষায় থাকা ব্লিচিং পাউডার বোঝাই দশ চাকার ওই ট্রাকে আগুন ধরে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভারি বৃষ্টি ও দফায় দফায় বজ্রপাত চলাকালে সন্ধ্যায় ব্লিচিং বোঝাই ওই ট্রাকে আগুন ধরে যায়। দেখতে পেয়ে বন্দরকর্মীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ট্রাকটি ভষ্মিভূত হয়। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।
বেনাপোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ রতন কুমার দেবনাথ জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা এক ঘণ্টা চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৩৪ নম্বর শেডের অদূরে থাকা দাহ্য পদার্থ বোঝাই ভারতীয় ট্রাক আগুন লেগে ভষ্মিভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনি বলা সম্ভব নয়। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
খুলনা গেজেট/এমএইচবি