করোনা ভাইরাসের থাবায় থমকে দাঁড়িয়েছিলো সম্পূর্ণ ফুটবল বিশ্ব। তবে ক্রমশ সবকিছু আবার শুরু হচ্ছে নতুন করে। ইতিমধ্যেই ইউরোপে ক্লাব ফুটবল স্বমহিমায় ফিরে এসেছে। যদিও ক্লোজড ডোর টুর্নামেন্টের মাধ্যমেই অনুষ্ঠিত হচ্ছে সমস্ত লীগ।
এবার বল গড়িয়েছে আন্তর্জাতিক ফুটবলেও। উয়েফা নেশনস লীগের হাইভোল্টেজ ম্যাচে দর্শকেরা উপভোগ করল আকর্ষণীয় ফুটবল আর সেরা ফুটবলারদের দুর্দান্ত ফুটবল শৈলী। ফেবারিট স্পেন ও জার্মানির হাইভোল্টেজ ম্যাচ দর্শকদের মাতিয়ে তুলবে, এটাই স্বাভাবিক। সেটার একটা ঝলক দেখা গেল বৃহস্পতিবার দিবাগত রাতে। দু’টি দলই সমানে-সমান। ১-১ স্কোরলাইন বুঝিয়ে দিচ্ছে, দারুণ এই ম্যাচে হার প্রাপ্য ছিল না কারোরই।
ম্যাচের শুরুতেই দু’দলের লড়াইটা ছিল সমানে সমান। যদিও এক পর্যায়ে বলের দখল নেয় জার্মানরা। প্রতিপক্ষের রক্ষণদূর্গে আক্রমণ শানায় জোয়াকিম লোর শিষ্যরা। ম্যাচের ১১ মিনিটে দারুণ এক সুযোগ পায় স্বাগতিকরা। টনি ক্রুসের ক্রস থেকে ভেরনারের দুর্দান্ত হেড রুখে দেন স্প্যানিশ গোলরক্ষক। তবে তিন মিনিট পরই জার্মান গোলরক্ষককে একা পেয়েও, গোলের সহজ সুযোগ নষ্ট করেন স্প্যানিশ ফরোয়ার্ড রদ্রিগো। ফলে প্রথমার্ধ্ব থাকে গোলশূন্য।
বিরতির পরও দাপুটে ফুটবল খেলে জার্মানরা। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় জার্মানি। বাঁ দিক থেকে রবিন গোজেন্সের বাড়ানো বল ধরে জায়গা বানিয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন গত জুলাইয়ে লাইপজিগ ছেড়ে চেলসিতে যোগ দেওয়া ভেরনার।
খেলার একেবারে শেষ পর্যন্ত দাপট ধরে রাখে জার্মানরা। জয় নিয়ে সাঠ ছাড়ার অপেক্ষায় তারা। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে দৃশ্যপট পাল্টে যায়। ডিফেন্ডার লুইস গায়ার সমতায় ফেরান স্পেনকে। তার গোলেই নাটকীয় ড্র নিয়ে মাঠ ছাড়ে স্পেন। ডান দিক থেকে ফেররান তরেসের ক্রসে লাফিয়ে হেড করেন রদ্রিগো আর গোলমুখে দাঁড়ানো গায়া ছোট একটা টোকায় বল জালে ঠেলে দেন। হারতে বসা ম্যাচে পয়েন্ট পাওয়ার উল্লাসে মাতে স্পেন।
‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের অন্য ম্যাচে ইউক্রেন ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ডকে।
খুলনা গেজেট / এমএম